প্রদীপ হালদার,জাতিস্মর। আত্মা আমাকে পরিচালনা করে । এটি আমার কথা নয় । বই-এর কথা । বই-এ যা লেখা আছে সেটাই আমরা মুখের মাধ্যমে বলি ।
পদার্থবিদ্যা আত্মার কথা বলে না । জীববিদ্যা প্রাণের কথা বলে , কিন্তু আত্মার কথা বলে না ।
আত্মাই যদি পরিচালনা করে তাহলে মানুষে মানুষে এত বিবাদ কেন ? বিজ্ঞানে আত্মার কোন ব্যাখ্যা নেই । অথচ আমরা আত্মার কথা বলি এবং বিশ্বাস করি । আত্মা কি ? কোথা থেকে এসেছি ? এ প্রশ্ন মানুষের রয়েছে।
বই পড়ে যতটুকু জেনেছি, ততটুকুই আমরা বলি ।
তেমনিভাবে পাপ পুণ্য এইসব বিষয় বই পড়ে জেনেছি ।
মানুষকে নিয়মের মধ্যে রাখার জন্য সাউণ্ড দেওয়া হচ্ছে বই এর মাধ্যমে । নিয়ম না মানলে শাস্তি দেওয়া হয় ।
মৃত্যুর পর কেউ শাস্তি দেয় না ।
যদি সত্যি সেখানে শাস্তি দেওয়া হতো তাহলে কোন না কোন মানুষ মৃত্যুর পরের কথা মানুষকে জানাতো ।
আমরা সবাই সাউন্ডের জালে আটকা পড়ে আছি । বিভিন্ন বইএর সাউণ্ড অনুযায়ী আমরা চলছি । ঝগড়ার মূলে আত্মা নয় , সাউণ্ডই দায়ী । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।