আমাদের কথা খুঁজে নিন

   

বঙ্গবন্ধুই জাতির পিতা

বিএনপির সাবেক নেতা ব্যারিস্টার নাজমুল হুদা বলেছেন, 'বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাঙালি জাতিকে অনুপ্রেরণা জুগিয়েছিল। ওই ভাষণের মাধ্যমেই তিনি স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন। যার কারণে তাকে আমি জাতির পিতা বলতে দ্বিধাবোধ করি না। ' গতকাল বিকালে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী জিয়া ফ্রন্ট আয়োজিত 'জনতার জিয়া' শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। নাজমুল হুদা বলেন, ইতিহাসে যার যা অবদান তা তাকে দিতেই হবে।

শহীদ জিয়া বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসের আজ বড় অভাব উল্লেখ করে বিএনপির সাবেক এই স্থায়ী কমিটির সদস্য বলেন, এ দেশে সরকার বদলের সঙ্গে সঙ্গে ইতিহাসও বদলে যায়। কিন্তু আমি যখন জাতীয়ভাবে কথা বলি তখন কোনো দলের হয়ে কথা বলি না। দেশের ইতিহাস একটাই হওয়া উচিত তা হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস। যা প্রকৃত ইতিহাসবেত্তাদের নিয়ে গঠিত হবে।

নতুন প্রজন্মের জন্য সঠিক ইতিহাস রচিত হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। জাতীয়তাবাদী জিয়া ফ্রন্ট নতুন কোনো রাজনৈতিক দল কিনা জানতে চাইলে তিনি বলেন, এটা জাতীয়তাবাদী অন্য সংগঠনগুলোর মতো আরেকটি সংগঠন। তবে এই সংগঠন দেশের অন্য রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করতে ভূমিকা পালন করতে পারে। দেশের কল্যাণের জন্য ভূমিকা পালন করতে পারে। পদ না থাকায় দলে আপনাকে নিষ্ক্রিয় দেখা যাচ্ছে এমন প্রশ্নে তিনি বলেন, আমি নিষ্ক্রিয় এটা ঠিক নয়।

এইতো আজ কথা বলছি। তবে দলের কর্মসূচিতে আগের মতো সেই অর্থে যাওয়া হয় না। তবে পর্যায়ক্রমে আমি সক্রিয় হব। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।