অনেক সময় কোন স্ক্রাচ পড়া সিডী বা ডিভিডী থেকে অনেক চেস্টা করেও প্রয়োজনীয় ডাটা বা ভিডীয় কপি করা যায় না।আবার অনেক সময় দেখা যায় ১ বা ২ ঘন্টা কপি হতে হতে শেষে এরোর ম্যাসেজ ফাইল কপি হচ্ছে না।আমি নেকদিন ধরেই একটি সিডি থেকে ভিডিয় কপি করার চেস্টা করছিলাম এটিতে এই সমস্যা হচ্ছিল।শেষ পর্যন্ত পেলাম CD Recovery Toolbox যার মাধ্যমে ফাইলটি কপি করা সম্বভ হয়েছে। CD Recovery Toolbox একটি ফ্রী এপ্লিকেশন এটি ইনস্টল করে রান করার আগে বা পরে সিডি বা ডিভিডী,ড্রাইভে ইনর্সাট করে নিতে হবে।এবার Next ট্যাবে ক্লিক করে ফাইলটি যেখানে সেভ হবে সেই পাথটি দেখিয়ে Next ট্যাবে ক্লিক করলেই সিডি বা ডিভিডীতে থাকা ফাইলগুলি দেখা যাবে।এখানে দরকারী ফাইলটি সিলেক্ট করে Seve ট্যাবে ক্লিক করলেই ফাইলটি কপি শুরু হবে।এর মধ্যে দারুন কাজের জিনিস হচ্ছে ফাইল যতটা কপি হবে ততটাই প্লে করা যাবে। ট্রাই CD Recovery Toolbox
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।