নর্থ আলপাইন ক্লাব বাংলাদেশের (এনএসিবি) সদস্যরা সেভেন সামিট অভিযানের দ্বিতীয় ধাপ কিলিমানজারো পর্বত গত ১২ সেপ্টেম্বর স্থানীয় সময় ৭টা ৪৮ মিনিটে (বাংলাদেশ সময় ১০টা ৪৮ মিনিট) জয় করেন। তানজানিয়ায় অবস্থিত ১৯,৩৪০ ফুট উঁচু আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ পর্বতে এদিন এনএসিবি’র সাধারণ সম্পাদক মুসা ইব্রাহীম ও সদস্য নিয়াজ মোরশেদ পাটওয়ারী পৌঁছে বাংলাদেশের পতাকা ওড়ান। এ অভিযানে তারা কিলিমানজারো পর্বতের মাচামি রুট অনুসরণ করেন। তবে অভিযানের অপর সদস্য এমএ সাত্তার উচ্চতাজনিত শারীরিক অসুস্থতার কারণে ১১ সেপ্টেম্বর ১৩ হাজার ফুট উচ্চতাবিশিষ্ট বারানকো ক্যাম্প থেকে মোশি শহরে ফিরে আসেন। এ অভিযানের মধ্য দিয়ে সেভেন সামিটের দিকে এনএসিবি’র দ্বিতীয় ধাপ সফলভাবে শেষ হলো। এর আগে মুসা ইব্রাহীম ২০১০ সালের ২৩ মে বাংলাদেশের পক্ষ থেকে প্রথম এভারেস্ট জয় করে সেভেন সামিটের প্রথম ধাপ শুরু করেছিলেন। উল্লেখ্য, সেভেন সামিট হলো বিশ্বের সাতটি মহাদেশের সাতটি সর্বোচ্চ পর্বতে অভিযান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।