আমাদের কথা খুঁজে নিন

   

নাহিয়ানের প্রতি অন্যায়ের প্রতিবাদ জানাচ্ছি!!!

কোন ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার করা হলো পাওয়ারসার্জ ব্যান্ডের গিটারিষ্ট নাহিয়ানকে। ঈদের দিন চল্লিশ ভরি স্বর্ন চুরির ঘটনায় সন্দেহে পুলিশ গতকাল রাতে নাহিয়ান ও তার বন্ধু আফিফকে থানায় নিয়ে যায়। উল্লেখ্য যেই বাড়ীতে নাহিয়ান থাকে সেই বাড়ীর ছয় তলায় এই চুরির ঘটনা ঘটে। নাহিয়ান ঈদের দিন বাড়ির ছাদে কনসার্টের জন্য প্র্যাকটিস করছিলো বলে জানা যায়। আর যেই ফ্ল্যাটে এই ঘটনা ঘটেছে সেখানে থাকেন একজন মন্ত্রীর আত্নীয়।

তারা সন্দেহ প্রকাশ করে নাহিয়ান এই ঘটনায় জড়িত। অতঃপর পুলিশ বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করে নাহিয়ানকে। এমনকি পুলিশ তার উপর শারিরিক নির্যাতন চালিয়েছে বলে জানা যায়। এরকম অপ্রত্যাশিত ঘটনার প্রতিবাদে আগামীকাল ১৩ই সেপ্টেম্বর বিকাল চার ঘটিকায় প্রেস ক্লাবের সামনে মৌন প্রতিবাদের ডাক দিয়েছে নাহিয়ানের বন্ধু, শ্রোতা এবং আন্ডারগ্রাউন্ড মিউজিকের অনেক ব্যান্ড সদস্যরা। তারা দেশ ফোরামকে জানান নাহিয়ান একজন প্রতিভাবান মিউজিশিয়ান।

এবং তার ফ্যামিলী ও সামাজিক ব্যাকগ্রাউন্ড চিন্তা করলে এমন কুরুচিপূর্ন কাজ তাকে দিয়ে কখনোই সম্ভব না। সম্পূর্ন ঘটনা সাজানো বলে দাবি রাখেন তারা। বরং কারো বিপদ হলে নাহিয়ানদের মত মিউজিশিয়ানরা সবার প্রথমে এগিয়ে আসে। কনসার্ট করে গান গেয়ে টাকা জমা করে নিরীহের জন্য। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগই নেই।

অথচ এত তুচ্ছ সন্দেহের কারণ দেখিয়ে নাহিয়ানের মতো মিউজিশিয়ানকে পুলিশ আটক করেছে। উল্লেখ্য অনেকের ধারনা বাড়ির ছাদের গানের প্র্যাকটিস করার জের ধরেই এই ঘটনা সাজানো হয়েছে। গান করা কোন অপরাধ নয়। আর একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এরকম নাটকিয়তা কারোই কাম্য নয়!! নাহিয়ানের প্রতি অন্যায়ের প্রতিবাদ জানাচ্ছি!! এবং যত দ্রুত সম্ভব নাহিয়ানকে ছেড়ে দেবার আহব্বান জানাচ্ছি কতৃপক্ষকে!! সূত্রঃ দেশ ফোরাম ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.