আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা টু চাইনিজ/ চাইনিজ টু বাংলা পূর্ণাঙ্গ ডিকশনারীর কাজ দ্রুত এগিয়ে চলেছে

ভুল করেছি,প্রায়শ্চিত্য করবো না, তা তো হয় না একটা প্রতিষ্ঠানের দুই চীনা এমপ্লয়ি আজ থেকে প্রায় ৮ বছর আগে বিডি যায় এই উদ্দেশ্যে, প্রথমে তারা বাংলা ভাষা শিখেছে, অলরেডি তারা ১০ হাজারের বেশি শব্দের করে ফেলেছে. এই চীনা দম্পত্তি ২ বছর আগে তাদের এক আত্নীয় মেয়েকেও বিডি নিয়ে গেছে, চীনা ছেলেটির ইংরেজি নাম নাথান. এদের দুটি বাচ্চা, টুনাটুনি খুবই খুশি কেননা চীনে থাকলে ১টির বেশি নিতে পারত না. এই ছেলে বাড্ডাতে ল্যাংগুয়েজ স্কুল খুলেছে তাতে basic/daily communicative, business, customized Chinese course চালু করেছে. বাংলাদেশে অবস্হানরত চীনাদের পাশাপাশি বাংলাদেশীরাও এখানে admission নেয়. আমি বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় মাঝে মাঝেই বলি, বাংলা জানা এই শালারা আমাদের ভাত মারতেছে [বিডিতে যেসব পোলাপান চীনা ভাষা জানে তাদের মুখের ভাত কেড়ে নিচ্ছে] ঢাবি ভাষা ইনস্টিটিউটে গেলেই অনেক চৈনিকের দেখা পাবেন, ইয়াং মিং মিং [বাংলা নাম স্বর্ণা ] এই মহিলাও ৮ বছর ছিল এর বাংলা উচ্চারণ শুনে ধরার উপায়ই নাই যে সে চাইনিজ. ২০১১ তে চীনা মৈত্রী সম্বেলনে নজরুল উৎসবে প্রধানমন্ত্রীসহ মন্ত্রীদের বিরাট হাততালি পাইছিল তার প্রবন্ধ পাঠের মধ্যদিয়ে. এখন সে china international radio তে বাংলা বিভাগে কাজ করে. ২০১১ তেই একুশে বইমেলায় বাংলা একাডেমী আয়োজিত অনুষ্ঠানে এক চীনা প্রফেসর রবীন্দ্র নাথের উপর তার গবেষণার আংশিক পাঠ করে পাবলিকের করতালি আদায় করেছিল, এই লোককে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় ডি.লিট উপাধি দিয়েছে. বিডির স্বাধীনতার পরপরই এক চৈনিক ঢাবি যায় বাংলা শিখতে এরপর সম্ভবত ১৯৭৬ সালে চীনা বেতারের একটা গ্রুপ যায়, তারা ফিরে এসে china international radio তে বাংলা বিভাগ চালু করে, এখানে মাত্র একজন বাংলাদেশী উপস্হাপক আছে নাম মি. মহিউদ্দিন, বাকি সবাই চৈনিক. বিবিসি, ডয়েসেবেলে [বন্ধ হয়ে গেছে], তেহরান, ভোয়া, সৌদি সহ সবগুলাতে বাঙ্গালিরা বাংলা বিভাগ চালায় অথচ চাইনিজ শালারা নিজেরা চালায়া বাঙ্গালির ভাত মারে

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৯ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।