আমাদের কথা খুঁজে নিন

   

হেপাজতের শিকড়ের সন্ধানে......(একটি মেগাপোস্টের লিংক সমেত)

ইইসমাইল আপনারা কি ‘নীলশাহ’ গল্পটি জানেন? সংক্ষেপে বলি- একবার জঙ্গলের একটি শিয়াল শিকারির হাত থেকে বাঁচতে দিল ভৌঁ দৌড়। তো দৌড়াতে দৌড়াতে এক নীল কুঠির বাড়ির নীলের চৌবাচ্চায় গিয়ে পড়লো। সেখান থেকে উঠে শিয়ালটি দেখলো তার সম্পূর্ণ শরীরটি নতুন রং ধারন করেছে। শিয়ালটি তার এই নতুন রং ধরা শরীর নিয়ে জঙ্গলে ফিরে গেলো। সবাই তো অবাক! এ আবার নতুন কোন প্রাণী? সুযোগ বুঝে নিজেকে সে ঘোষণা দিলো- সে ‘নীলশাহ’।

...নতুন চেহারা নিয়ে নানান সুবিধা আদায় করে দিন কাটানো শিয়ালটি একবার তার জ্ঞাতিদেরই প্রতিহিংসায় পড়লো। কিছু শিয়াল এই নীলশাহের আসল চেহারা দেখার জন্য সবাই মিলে একযোগে হুক্কাহুয়া ডাক তুললো। নীলশাহ নিজেকে আর ধরে রাখতে পারলোনা, সেও হুক্কাহুয়া ডাক শুরু করলো। -------- ‘গাঁয়ে মানে না আপনি মোড়ল’ এমন ভাব ধরে ইসলাম হেফাজতের জিম্মা আল্লাহ’র কাছ থেকে নিয়ে নিয়েছেন ঐতিহ্যবাহী দেওবন্দ সিলসিলার খারেজী(ক্বওমী) সম্প্রদায়। কিন্তু এতোদিন কোথায় ছিলো তাদের এই হেপাজতী অনুভুতি? যখনই দেশের মানুষ রাজাকার দমনে একাট্টা তখনই তাদের উত্থান।

এ যেন জামাতী শিয়ালের হুক্কাহুয়া শুনে নীলশাহের হুক্কাহুয়া! এসকল কথিত আল্লামা শাহ’দের ধুতি উন্মোচনকারী একটি পোস্ট সংকলন পাবেন এখানে.... ***ঐতিহাসিক দেওবন্দ সিলসিলাভুক্তদের নিয়ে ঐতিহাসিক পোস্ট সংকলন (আপডেট চলবে) ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।