সারা দেশে কাল বৃহস্পতিবারও সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে রায়ের প্রতিবাদে এই হরতাল ডাকা হয়েছে।
আজ বুধবার দুপুরে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন। এ নিয়ে মানবতাবিরোধী অপরাধের রায়কে কেন্দ্র করে এই সপ্তাহে টানা চার দিন হরতাল ডাকল জামায়াতে ইসলামী।
মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার দায়ে আজ মুজাহিদকে ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আদালতের রায় ঘোষণার এক ঘণ্টার মাথায় হরতালের ডাক দেয় জামায়াত। দলটির ভাষায়, ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে মুজাহিদের বিরুদ্ধে ফাঁসির আদেশ ঘোষণার মাধ্যমে তাকে হত্যা করার সরকারি ষড়যন্ত্রের প্রতিবাদে’ এই হরতাল ডাকা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।