এম এ জোবায়ের আগামী ২০শে সেপ্টেম্বর সন্ধ্যা ৬ টায় বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস-এ আমার বন্ধু বিমানেশ চন্দ্র বিশ্বাসের একক জলরং চিত্র প্রদর্শনীর উদ্বোধন হতে যাচ্ছে। বিষয়: গ্রামীন প্রকৃতি। চলবে প্রতিদিন বেলা ১২টা থেকে রাত ৮টা, ২৯শে সেপ্টেম্বর পর্যন্ত। বিমানের আঁকা আঁকিতে হাতে খড়ি বরেণ্য শিল্পী সুলতানের কাছে। বিমান, সুলতানের খোদ শিষ্যদের একজন।
আমরা এক সাথে নড়াইল ভিক্টোরিয়া কলেজে পড়তাম। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি বিমান তখন আর্ট কলেজের ছাত্র। ছোটবেলা থেকে বিমানের সাথে অনেক সুন্দর সময় কাটিয়েছি। শিল্পের প্রতি বিমানের আবেগ সবসময় আমাদের প্রেরণার উৎস হয়েছে। সাগরদাঁড়ী, মাইকেল মধুসুধন দত্তের বাড়ীতে মাইকেলের যে আবক্ষ মূর্তি আছে সেটার ভাস্কর বিমান।
প্রচারনা বিমুখতাই বিমানের স্বল্প পরিচিতির কারন।
আপনাদের প্রদর্শনীতে আসার জন্য আমন্ত্রন জানাচ্ছি।
বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস, বেঙ্গল শিল্পালয়।
বাড়ি ৪২ (নুতন)/ ২৭৫এফ (পুরাতন)
সড়ক ১৬ (নুতন)/ ২৭ (পুরাতন)
ধানমন্ডি, ঢাকা।
ফোন: ৮১২৩১১৫, ৯১১৩১১৫
এই প্রদর্শনীর আমন্ত্রনপত্রে বিমানের পরিচয় দেওয়া হয়েছে :-
Bimanesh Chandra Biswas was born in 1953 in Narail, Bangladesh. He came into contact with legendary artist S M Sultan in his early childhood and developed his painting skill under Sultan’s guidance. Between 1968 and ’74 he studied in the SM Sultan Institute of Fine Arts, an Institution founded by Sultan. Bimanesh obtained a BFA degree from Institute of Fine Arts, University of Dhaka, in 1980.
He participated in many group exhibitions including the Asian Art Biennale Bangladesh and National Art Exhibitions organized by Shilpakala Academy. His Commissioned works include two large scale sculptures and a mural in Jessore Cantonment. Bimanesh is a teacher in the Institute of Fine Arts, Khulna University, Bangladesh.
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।