আমাদের কথা খুঁজে নিন

   

4thk by Mario Puju

বই ও মুভি গডফাদার পড়ে মারিও পুজো্র বড় ফ্যান হইয়া গেছি আনেক আগেই, তারপর ফ্যামেলি,ছিছিলিয়ান ও বেশ ভালই লেগেছে । তাই এবার ঈদএ বাড়ি যাবার টাইমে ফোরথ ক বইটা নিয়া গেলাম জেনো টাইম টা ভাল কাটে । জন এফ কেনেডি (35th President of the United States) কে নিয়া লেখা বইটা। জন এফ কেনেডি এর নাম শুনেনাই এমন লোক খুব কমই আছে। কিন্তু এই বইটা পড়েছে শুধুই তারাই জানে জন এফ কেনেডি যে কি জিনিস ছিলো।কোনো সন্দেহ নাই যে 4th k one of the best book অফ মারিও পুজো. কিন্তু লেখক যখন মারিও পুজো তখন পাঠকেরা তো একটু বেশি চাইবেই । জন এফ কেনেডি এর একেকটা পদোখেপ দেখে পাঠক এর মাথা নস্ট হবার মত অবস্থা হবে এতে কনো সন্দেহ নাই। কিন্তু এর লাস্ট ফিনিসং পরে তত টাই বিরক্ত হইয়েছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.