বম ভোলানাথ সময়খেকো আমি, সময় খেয়ে যাই।
আজকাল সময় খেতেও ভাল লাগেনা।
সময়ের ভিতর পঁচা গন্ধ পাই।
চারদিকে শুধুই পঁচা গন্ধ,
রাজনীতিতো জন্মের পর থেকেই পঁচে আছে।
এখন ওখানে ব্যাক্টেরিয়া, ভাইরাস কিলবিল করছে।
মানুষ ঠকানো বুদ্ধির শুদ্ধ নাম চালাকি।
আমার ইগো আছে, আর আমি গর্বিত ছিলাম ওটা নিয়ে।
আগে খারাপ চিন্তা করতেও ইগোতে লাগত।
এখন খারাপ কাজ করি অম্লান বদনে।
আগেও সময় খেতাম আমি, আজন্ম সময়খেকো।
এখন পঁচা গন্ধ হওয়ায় একটু সমস্যা হচ্ছে।
চিন্তা নেই, সমস্যাটিও কেটে যাবে সময়ে।
আমি অম্লান বদনে পঁচা গন্ধওয়ালা সময় খাবো।
সেই সময়ের অপেক্ষায়... ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।