হ্যান্ডিক্যাম সম্পর্কে অভিজ্ঞতা আছে, এমন যে কেউ আমাকে একটু হেল্প করুন। আমি একটি হ্যান্ডিক্যাম কিনতে চাই। বাজেট ৩০ থেকে ৪০ এর মধ্যে। আমি একটি টেলিভিশনের জেলা প্রতিনিধি হিসেবেও কাজ করি। তাই হ্যান্ডি ক্যামটি দিয়ে যাতে টিভি নিউজের কাজও করা যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। দয়া করে আমাকে কেউ কি সাজেস্ট করবেন, কোথা থেকে কী ক্যামেরা কিনবো? আমার কাজের জন্য হ্যান্ডিক্যামে মাইক্রোফোন জ্যাক ও ডিভি ক্যাসেটে রেকর্ডিং সুবিধা থাকতে হবে। আমি সেই ধরণের হ্যান্ডিক্যামের খোঁজ চাচ্ছিলাম। এবং সেটি কোথায় পাওয়া যাবে সেটিও জানতে চাচ্ছিলাম। দয়া করে জানাবেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।