ওয়াসিকুজ্জামান অনি ভাওতাবাজীর স্বপ্ন লিখে
ভরিয়ে দিলে দিস্তে কাগজ ,
মিথ্যেবুলীর স্লোগান দিয়ে
করছ ধোলাই নিত্য মগজ ।
ভাবখানা যে দেশটা তোমার
বাপদাদারই জমিদারী,
আমরা হলাম প্রজা বলেই
যেমন খুশি খবরদারী।
হুকুমজারী করছো তুমি
আসছে মনে যা খুশী তাই,
মানতে হবে মাথা পেতে
পোষা কুকুর আমরা সবাই।
মোদের পিঠে চাপিয়ে বোঝা
হলে তুমি মহান রাজা,
বেশ হত তাই নামটা হলে
কসাই কিংবা রক্তচোষা।
তোমার রক্ত নীল বলে কি
ছেলে তোমার বিলেত ঘুরে?
আমার ছেলে সব হারিয়ে
অস্ত্র হাতে মিছিল করে।
তোমার বেলায় মাখন পোলাও
আমার বেলা শুকনো রুটী,
ঝোলগুলো সব তোমার কোলে
আমরা শুধু বেগার খাটি।
দিনে দিনে মানুষ থেকে
দিচ্ছি কেমন নাম কাটিয়ে,
ঘাড়ে কড়া, পায়ে ঠোসা
তোমার জোয়াল বয়ে বয়ে।
আর পারিনা তাই বলে আজ
রক্তে আমার বান জেগেছে,
আকাশ ছুঁলে ছুঁতে পারো
আসছি এবার তোমার পিছে।
চাবুক খাওয়া পিঠে আমার
দগদগে ঘা, রক্ত জমাট,
ভয় করিনা, যা হয় হবে
আসছি ভেঙ্গে মাঠ,নদী, ঘাট।
মিলিয়ে রেখো হিসেব তোমার
পাওনা পাবে গন্ডাকড়ায়,
সবহারারা খেপলে যেনো
পালিয়ে যাবার নেইকো উপায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।