আমাদের কথা খুঁজে নিন

   

oDesk এ অ্যাকাউন্ট ওপেনিং (ফ্রিল্যান্সারদের জন্য)... পর্ব-১

আল মামুনের ব্লগ যারা আউটসোর্সিং এ আগ্রহী তারা যে কোন ফ্রিল্যান্সিং সাইট যেমন oDesk, Freelancer, Vworker, RentAcoder, etc গিয়ে অ্যাকাউন্ট ওপেন করে কাজ করতে পারেন। এগুলোর মধ্যে oDesk ব্যাপক জনপ্রিয় একটি সাইট। oDesk এর মাধ্যমে কাজ করতে হলে অবশ্যই আপনার একটি oDesk অ্যাকাউন্ট থাকতেই হবে। এই অ্যাকাউন্ট ওপেন করার কাজটি অনেক সহজ, কিছু স্টেপ ফলো করে এই কাজটি করা যায়। যারা নতুন বা কোন সমস্যায় পড়েছেন অ্যাকাউন্ট ওপেন করতে গিয়ে তাদের জন্য আমার এই পোষ্টটি হয়ত কিছুটা সাহায্য করবে।

১. প্রথমে আপনি যে কোন ব্রাউজার (ইন্টারনেট এক্সপ্লোরার, ফায়ারফক্স, গুগল ক্রম, ইত্যাদি) ওপেন করে ওডেস্ক ডটকম এ যাবেন। ২. Create an Account এ ক্লিক করুন। ৩. Contractors start here এ ক্লিক করুন। ৪. সবকিছু পূরন করে Get Started এ ক্লিক করুন। ৫. আপনি যে ইমেইল ব্যবহার করেছেন, সেখানে গিয়ে Login করে Inbox এ গিয়ে oDesk Notification মেইলে ক্লিক করুন।

তবে অনেক সময় জাঙ্ক মেইল ফোল্ডারে এই মেইলটি থাকতে পারে। ৬. মেইলটি ওপেন করে oDesk এর ওয়েবলিংকে এ ক্লিক করুন। ৭. নতুন উইন্ডো ওপেন হলে, Upload এ ক্লিক করুন। ৮. Choose File এ ক্লিক করে আপনার ছবিটি খোঁজ করুন এবং Open এ ক্লিক করুন । ৯. আপনার ছবিটি দেখা যাবে।

Create Profile এ ক্লিক করুন। ১০. বিভিন্ন অংশ পূরন করুন এবং Add job categories that apply to you এ ক্লিক করুন। Category সিলেক্ট করে (আপনি সর্বোচ্চ ১০ ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন) Save Categories এ ক্লিক করুন। সবশেষে Save Profile and Continue এ ক্লিক করুন। ১১. উপরের স্টেপগুলো ঠিকমতো অনুসরন করতে পারলে আপনি আপনার Home Page টি দেখতে পারবেন।

এরপরের কাজটি হলো oDesk Readiness Test দেয়া যাতে আপনার অ্যাকাউন্টটি পুরোপুরি ব্যাবহার উপযোগী হয়। এটা নিয়ে ২ পর্বে উপস্থাপন করবো ইনশাল্লাহ্। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।