আমাদের কথা খুঁজে নিন

   

অনুকাব্য : ঘ্রানের মায়ার জরিয়ে নেবো মনের দহন জ্বালা........

আমি আর ভাববোনা, মিছে আর ভাববোনা তোমাকে....যত কষ্টই হোকনা বিরহে আর কাদবোনা……… পিছুটান পিছু থাকনা...আমি ভাববোনা,আর অযথা.....তোমা্কে..... বরিষার এই লগনে...... আমার খোঁপায় পরিয়ে দিও বকুল ফুলের মালা... আমি ঘ্রানের মায়ার জরিয়ে নেবো মনের দহন জ্বালা ।। তুমি এসেছিলে মোর প্রাণের সখা বুঝিনি তা কেমনে ... যাবার বেলায় ছুঁয়ে যেয়ো অল্পখানিক মন ভেজাবো যতনে ।। #একটা স্বপ্ন দেখেছিলাম, তোমার হাত ধরে বৃষ্টিতে ভিজবো অনেকক্ষন...চারিপাশে থাকবেনা কেউ ! শুধু তুমি আর আমি...... তোমার মনের মাঝে ডুবে সাঁতার কাটবো আপনমনে....! কেবল হাতটি ধরে রেখো আমার..... কিচ্ছু বলতে হবেনা! বুঝে নেবো, আমি তোমার হয়েছিলাম....... ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ সবাইকে শ্রাবনের শুভেচ্ছা~~~ এবং লেইটলি~~~ রামাদান মুবারাক!~~~

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।