ছন্দ,তাল বা মাত্রা ঠিক রেখে কাব্যের মতো নান্দনিক ক্ষুদ্র অংশই কাব্যানু-
তবে অবশ্যই একের অধিক লাইন থাকতে হবে। ক্যানোনা একবার এক লেখকের লেখা পড়েছিলাম-তাতে একটা এক লাইনের কবিতা ছিলো- কবিতা না অনুকাব্য?!! যাই হোক তার লেখা ছিলো এক লাইনের আর লাইনটা ছিলো- - -
কণ্যা ঢেউ দিলা ক্যান?
জানিনা এই প্রশ্ন বিদ্ধ কথাটা বা অসামাপ্ত কথাটা কি করে কাব্যের আওতায় আসে!!! তা আমার জানা নেই। আমার মনে হয় অসমাপ্ত ভাবপ্রকাশ কোনো মূলভাব প্রকাশ করে না। আসলে কাউকে কটাক্ষ বা কারো সমালোচনা করার জন্য এই লেখা নয়-আসলে ক্ষুদ্র জ্ঞানের মানুষের জানার আগ্রটা একটু বেশী তাই।
১. ক্যানো এ মিসকল-
এ আকুলতা-!
এস এম এস করে বলো-
মনের কথা-।
২. সুখ আছে শান্তি নাই-
আছি বড় যন্ত্রনায়-।।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।