আমাদের কথা খুঁজে নিন

   

হাসিনা মমতা ও মনমোহনের পূর্ণদৈর্ঘ বাংলা ও হিন্দি ছায়াছবি

ভাল একটা সিনামা দেখার সুযোগ হলো বাংলাদেশ ও ভারতের জনগনের। সিনামাটা কি? মমতা বলল পশ্চিমবঙ্গের সার্থে ব্যাঘাত ঘটবে, তাই বাংলাদেশে আসবে না। কেন তিনি আগে এটা বলতে পারলেন না?আসল কথা হলো নাটক প্রিয় মমতা একটা ভাল নাটকের প্লট তৈরী করেছে। যাতে অভিনেতা ও অভিনেত্রী হলো, হাসিনা, মমতা ও মনমোহন। কেন এই নাটক? প্রথম কথা হলো ফারাক্কা দিয়ে বাংলাদেশের বাশ দেওয়া হয়েছে।

এখন আরেকটা পানি চুক্তি করে বাশ দিবে। বাংলাদেশের মানুষ সহজে মনে নিবে না। তাই এই চুক্তি ভারতের চেয়ে বাংলাদেশের লাভ বেশী তা এই নাটকের মাধ্যমে বাংলাদেশের জনগনকে বোকা বানানো যাবে। দ্বিতীয়ত: ট্রানজিটের ব্যাপারে জনগনকে বুঝ দেওয়ার কিছু নেই। জনগন জানে এটা ভারতের স্বার্থে হাসিনার দান।

এই দানকে বৈধতাও দেওয়া হবে ভবিষ্যতে। বলবে ভারত নিজের স্বার্থ বিসর্জন দিয়ে পানি চুক্তি করেছে, তাই ট্রানজিট চুক্তি! সবচেয়ে বড় ব্যাপার দুই জন নেত্রী এবং ভারতের প্রধানমন্ত্রী তার নিজ নিজ দেশের জনগনের কাছে হিরো হয়ে গেল। মমতা পশ্চিম বাংলাকে কতো ভালবাসে জনগন বুঝলো। অন্যদিকে হাসিনা হিরো হলো, ট্রানজিট না দিয়ে। জনগন ভাববে হাসিনা দেশকে কতো ভালবাসে!আর মনমোহন হিরো কারণ তার উভয় দিকে দৈর্য্য ধারণের জন্য।

মোট কথা উইন উইন সিচুয়েশন তৈরী করা গেছে। পরবর্তী ধাপে পানি চুক্তিও হবে ও ট্রানজিটও দিবে। দেশের জনগন ইতিমধ্যে জেনে গেছে শেখ হাসিনার পিছনে ভারতের ইনভেস্টমেন্ট। তাই জনগনের চোখে ধুলা দেওয়ার প্রয়োজন পড়েছে। আর এর জন্য হাসিনা সাহায্য নিয়েছে তার বান্ধবী মমতার।

এব্যাপারে ভবিষ্যতে আরো তথ্য প্রমাণ সহ লেখার ইচ্ছে আছে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.