আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের ফাকিস্হানপ্রেমি স্মার্ট শাহাদাৎ !! আসুন তাকে কিছু কান্ডজ্ঞান কিনে দিই !

পারবে আমায় বলতে কোথায় ঐ দূর আকাশের শেষ কিংবা আমায় এনে দিতে নতুন সোনার বাংলাদেশ একটু ভূমিকা দিয়ে নিই আগে ! গত ৪ সেপ্টেম্বর ২০১১,দৈনিক প্রথম আলো পত্রিকার স্টেডিয়াম পাতায় ছাপা হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার শাহাদাহ হোসেন রাজীবের একটি সাক্ষাতকার । লেখাটা পরে ভেবেছিলাম কোনও কাল্পনিক রম্য লেখা/কৌতুক পরছি! কল্পনাও করতে পারি নাই এইটা সত্যিকারের সাক্ষাতকার ! প্রথম দিকে আবোল তাবোল পড়ে খুব মজাপাচ্ছিলাম , কিন্তু এক পর্যায়ে ক্ষোভে হাত কিলবিল করছিল ভেবে যে এটা জাতীয় পর্যায়ে কোনো মানুষের সাক্ষাৎকার যার হাতে বিনম্র শ্রদ্ধায় দেশের পতাকা তুলে দেয়া হয় । প্রথম আলো ও যথেষ্ট কান্ডজ্ঞানহীন ভাবে এটি প্রচার করে । ক্রীড়া সাময়িকীর সম্পাদক এর কাজ টা কি??? আমাদের হাসানো ????? আপনার মেয়ে ভক্ত তো প্রচুর... " এখন কী অবস্থা জানি না। লেটেস্ট খোঁজ নিইনি।

আগে ছিল অনেক। যখন দলে ছিলাম, ফ্যানের অভাব ছিল না। অবশ্য আল্লাহর রহমতে এখনো খারাপ না, ভালো। অনেকে ফোন-টোন করে। ' এই মানুষকে কি বাজারের কোনো পন্যের কথা বলা হয়েছে ।

লুইচ্ছা মার্কা উত্তর দিয়ে উনি কি প্রমাণ করলেন নিজেকে ?? নিজেকে অনেক স্মার্ট ভাবেন এই মুরগীটা । শাহাদাত হোসেন রাজীব হয়তো 'স্মার্ট' শব্দটির প্রকৃত অর্থ জানেন না। না জানাটা দোষের কিছু নয়, তবে ভুল জানাটা অবশ্যই দোষের। এতে তার আনস্মার্টনেস ফুটে উঠেছে। দীনহীন মন ও শিক্ষারঅভাবে এ রকম হয়।

সে বর্তমান বাংলা সিনেমার উপযুক্ত মানুষ। ক্রিকেটের নয়। কারন আন স্মার্টরাই সেখানে যোগ্য । এই এক সাহ্মাতকারে ইতে নিজেকে কতকিছু প্রকাশ করলো, হেহলাইনে ছিল আমি শাহরুখকে ফলো করি, তারপর চলচিত্র নায়ক শাকিব হতে চাই, হতে চায় আফ্রিদি , নিজেকে ভাবে পাকিস্তানি এটাও লিখছে বেট্রলি কে ও ফলো করে, শোয়েব-ব্রেট লিদের হাঁটা, কথা বলা ফলো করে কিন্তু বোলিং ফলো করে না ! আমি বুঝলাম না আসলে কত কিছু ভাবে। ও তারপর আবার সে National team এ খেলে যাকে কিনা অনেক ক্ষুদে খেলোয়াড় ফলো করার কথা ! অবাক হলাম আর ভাষা হারিয়ে ফেললাম যখন নিজেকে ফাকিস্হানি পরিচয়ের শুনতে তার ভাল লাগে ।

তার মুখের খোচা খোচা দাড়ির রহস্য কী – এধরণের একটি প্রশ্নের উত্তরে তিনি জানান, ‘রহস্য কিছুই না। দাড়ির ব্যাপারে আসলে আমার শহীদ আফ্রিদিকে বেশি ভালো লাগে। আমার দাড়িও ওরকমই। প্লেয়াররা সবাই বলে দাড়ি থাকলে আমাকে আফ্রিদি আফ্রিদি লাগে। বিদেশে গেলেও দাড়ি থাকলে কেউ বলে না যে আমি বাংলাদেশি।

বলে পাকিস্তানি। তো আমার দাড়ি সুন্দর দেখে আমি দাড়িটা রাখি। এ ছাড়া আর কোনো ইয়ে নেই। ’ আমি লজ্জিত যে তুমি বাংলাদেশের সন্তান । ওদিকে ধর্ষিতা,রক্তাক্ত স্বদেশ হা করে চেয়ে থাকে আমাদের দিকে,কখন একজন বাঙালি লাল সবুজের মান রাখবে,কখন বিশ্বের বুক চিড়ে মানচিত্র উচিয়ে ধরবে,উল্লাসিত কণ্ঠে চিৎকার করবে বাংলাদেশ ! বাংলাদেশ ! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।