সম্প্রতি গবেষকরা জানিয়েছেন, আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সিতেই রয়েছে এমন একটি গ্রহ যেটি আস্ত একখণ্ড হীরা। গবেষকরা বলছেন, এটিই সম্ভবত এখন পর্যন্ত খুঁজে পাওয়া সবচেয়ে বড়ো পাথর বা হীরকখন্ড। খবর ডেইলি মেইল-এর।
ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার-এর গবেষকরা এই হীরার তৈরি গ্রহটির সন্ধান পেয়েছেন। এটি পৃথিবী থেকে ৪ হাজার আলোকবর্ষ দূরের সার্পেন বা সর্পিল নক্ষত্রমণ্ডলে অবস্থিত।
গবেষকরা জানিয়েছেন, গ্রহটি আকারে পৃথিবী থেকে ৫ গুণ বড় এবং ঘনত্বে প্রায় বৃহস্পতি গ্রহের সমান। এটি মুলত অক্সিজেন এবং কার্বন দিয়ে তৈরী।
অস্ট্রেলিয়া, জার্মানী, ইটালি, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের গবেষকরা সম্মিলিতভাবে এ গ্রহটির খোঁজ পেয়েছেন। এজন্য ব্যবহার করা হয়েছে অস্ট্রেলিয়ার একটি রেডিও টেলিস্কোপ, যুক্তরাজ্যের একটি রেডিও টেলিস্কোপ এবং হাওয়াই এর একটি টেলিস্কোপ।
গবেষণার ফল প্রকাশিত হয়েছে ‘সায়েন্স’ সাময়িকীতে।
গবেষকরা বলছেন, হীরার এ গ্রহটি একটি পালসারকে কেন্দ্র করে ঘুরছে। পালসার মূলত ছোট আকারের তারা যেগুলো ঘুরতে পারে। পালসারের পরিধি হয় ১২ মাইল। এগুলি থেকে রেডিও তরঙ্গ বের হয়। আর এ তরঙ্গ বিশ্লেষণ করেই গবেষকরা এ হীরক গ্রহটির সন্ধান পেয়েছেন।
গবেষকরা এ পালসারটির নাম দিয়েছেন ‘পিএসআর জে ১৭১৯-১৪৩৮। ’
গবেষকরা আরো জানিয়েছেন, ‘পিএসআর জে ১৭১৯-১৪৩৮ নামের এ পালসারটিকে কেন্দ্র করে ঘুরতে থাকা হীরার গ্রহটি হয়তো কোনো মৃত পালসারেরই পরিবর্তিত রূপ।
সূত্র ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।