বৃক্ষ তোমার নাম কি, ফলেই পরিচয়..... আমরা যারা ইন্টারনেট ব্যবহার করিত তারা কমবেশী ডাউনলোড করি না এমন ব্যক্তি নেই। আর এই ডাউনলোডের জন্য আমাদের পোহাতে হয় কতই না যন্ত্রনা। নির্ভর করি বিভিন্ন ডাউলোড এক্সিলেটর সফটওয়ারের উপর। যার মধ্যে যেখানে Internet Download Manager (IDM) অন্যতম। কিন্তু এর সিরিয়াল নম্বর সহ বিভিন্ন নকতার কারনে আমাদের পোহাতে হয় নানাবিধ সমস্যা। কিন্তু FlashGet এমন একখান জিনিস যেখানে নেই কোন সিরিয়াল নম্বরের সমস্য, আছে সিডিউল ডাউনলোড, স্প্রিড কন্ট্রোল, পার্সওয়ার্ড প্রটেকশন, অটো সাটডাউন অপশন সহ নানাবিধ সুবিধা। http://www.flashget.com/index_en.html এই লিঙ্ক থেকে বিনা মূল্যে ডাউনলোড করুন আর ডাউনলোড লাইফকে করে তুলন সুখময়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।