আমাদের কথা খুঁজে নিন

   

ইস. টু ক্লু Again.

হাতছানি দেয় দূরে কেউ আমারে ঈদ মোবারক ও সাদর সম্ভাশন জানাই সবাইকে। ঈদ প্রায় শেষ যে যার কর্মসংস্থানে ফিরছে। ট্রেনে, বাসে, লঞ্চে, যে যাতে পারছে কর্মসংস্থানে ফিরছে। আবার সেই কর্মব্যস্ততা। টেবিলের নিচ দিয়ে ঘুষ, ফোনের মাধ্যমে ঘুষ, অর্ডার দিয়ে ঘুষ খাওয়ার প্রতিযোগিতা।

কে কত বেশী ঘুষ খেতে পারে। সায়েম সাধনার মাস চলে গেছে। অতএব আর ভয় কি? আল্লাহ তো কিছু পাবলিকে কানে কানে বলেছে রোজা চলে গেছে আবার তোমরা ঘুষ খাও, দূর্নীতি কর, খারাপ কাজ কর, যা মনে চাই তাই কর! হাইরে মানুষ তুই জীবনেও সুদরাবে না! রোজার মাসে মানুষ দেখানো জন্য ৫ ওয়াক্ত নামাজ, এখানে ও খানে ছোট-বড় পর্যন্ত সালাম দিয়ে হাই হোলস্থল কারবার। তারা এমনই আচারণ করা শুরু করলো যে এই বুঝি দেশটা আমার ভাল হয়ে গেল। যেই না রমজান শেষ ওমনী তার আসল রুপ দেখা গেল।

সারা গায়ে শরিষ্যার তেল মাখিয়ে চুরি করা শুরু দেশের সম্পদ যে যেমন করে পারো লুটেপুটে খাও। ঈদে দেশে বাড়ি গিয়ে প্রচুর টাকা খরচ হয়ে গেছে। তাই ঈদ শেষ করে এসে দূর্নীতি না করলে সেই অভাব গুলো পূরণ হবে না। তাছাড়া সংসার খরচ আছে না! তাই এবার বেশি অংকের টাকার দূনীতি করতে হবে নয়লে এসব পূরণ হবে না। জানি আমাদের বিবেক আর কখনো জাগ্রত হবে।

আর আমরাই চেষ্টা করবো। বিনা পরিশ্রমে যদি এত কামাই হয় তাহলে... । আমাদের বিবেক কে কবেই জানাযা পরিয়ে হিজরা গোরস্থানে কবর দিয়েছি। ধন্য হয় আমি আর আমার বিবেক। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।