আমাদের কথা খুঁজে নিন

   

Inha University তে স্কলারশীপ নিয়ে ভর্তি (Spring Semester 2012)

মরে যাবার জন্যে বেঁচে আছি, সুন্দর কিছু স্বপ্ন নিয়ে... Inha University (South Korea) তে আগামী Spring semester 2012 এ admission (& scholarship) এর জন্যে Application period - On-line application Period : September 19th(Mon) 09:00 ~ October 14th(Fri) 17:00 - Documents submission period : October 5th(Wed) 09:00 ~ 19th(Wed) 17:00 মাস্টারস/পি এইচ ডি করার জন্যে আবেদন করতে পারেন। কোন অ্যাপ্লিকেশন ফি নাই। http://grad.inha.ac.kr/ কোন প্রফেসরকে সুপারভাইজর হিসেবে রাজি করালে, স্কলারশিপ পাওয়া সহজ হয়। ইঞ্জিনিয়ারিং বা সায়েন্স মেজর অগ্রাধিকার পায়। স্কলারশীপ এর জন্য এখানে কি কি বিষয়কে গুরুত্ত দেয়া হয়? সেগুলো হলোঃ ১।

রিসার্চ প্ল্যান ২। IELTS বা TOEFL স্কোর ৩। পূর্বের ডিগ্রীর গ্রেড (GPA) ৪। পাবলিশড পেপার (যদি থাকে) কোরিয়াতে পার্ট-টাইম কাজের সুযোগ কেমন? এখানে কোরিয়ান ভাষা না জানলে কাজ পাওয়া অনেক কঠিন। যাদের মেজর সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং তাদেরকে ল্যাবে থাকতে হয় সারাদিন।

তাই তাদের কাজ করার সুযোগ নেই। কিন্তু তারা ল্যাব থেকেই লিভিং কস্ট পান। কোন প্রশ্ন থাকলে আমাকে ইমেইল করতে পারেন। belas728অ্যাটyahoo.com ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।