সাহিদা রহমান মিতা
একবার তাহিতি গিয়েছিলাম। গিয়ে দেখি বাপরে, আগুন ফুটে আসে ফুলরঙা, গাছে গাছে। তারপর খুব মনে হল সাহিদা রহমান মিতাদের বাড়ি। কৃষ্ণচূঁড়া। তার গায়ে এখন যৌবন নিশ্চয়।
কেননা, ফাগুন বহিছে ভূবনে। বঙ্গদেশে।
পৃথিবীর যত কোণে যাই। পন্থ পাশে থাকে গাছ। আর আমারে দেখেই লাগে আগুন, ফুলরঙা।
মিতাদের বাড়ির।
অমরত্ব
তাদের কাপড়ে পুরে পুঁতে ফেলছে লোকে
ছাইভষ্ম বানিয়ে উড়িয়ে দিচ্ছে শ্মশানে
এইসব হুমকীর সামনে অমরতার সাধনা করছি, দেবা।
ছায়াবন
দৃশ্য গেথেঁ গেথেঁ চলেছ, দৃশ্যশিকারী।
দৃশ্যেও অর্ন্তগত বেদনা হতে, বর্শার ফলা চুঁইয়ে
পড়েছে ফোটা ফোটা, ছায়া।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।