আমাদের কথা খুঁজে নিন

   

অবশেষে স্থির

বুনো হাঁসের পিছে অনেক ছুটেছি আমি, গেছি উলুবনে মুক্তো ছড়াতে, করেছি অরণ্যে বসে বহুত রোদন। অবশেষে, ঘরের খাবারে পুষ্ট হয়ে বনের সমস্ত মোষ তাড়াবার ব্যর্থ খায়েশ সাঙ্গ হলে পরে, বসি সুস্থির। দেখি : অস্তাচলে রবির আলো ম্লান, বালিঘড়ির দানা ফুরিয়ে আসে। দ্রুতপায়ে আরো দ্রুত লয়ে হাঁটি, ইষ্টিশনের রেলগাড়ি চঞ্চল হয়ে ওঠে কাঙ্ক্ষিত গন্তব্যের পানে। আমিও ধরবো তারে, যাবো সেই সব নগরে-- অনেক পরিচিতজন আগেই যাত্রী যেথার। যদিও পথে হলো দেরি; এইবার যাবো যেখানে অনেক পরিচিতজন বসত গড়িয়া তোলে। সেথা হবো সুস্থির। জুলাই, ২০১১

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।