আমাদের কথা খুঁজে নিন

   

এই ঈদে টেলিভিশন নাটকের সেরা অভিনেতা-অভিনেত্রী

ঈদের দিন এটিএন নিউজে সাংবাদিক মুন্নি সাহার উপস্থাপনায় একটি আড্ডার অনুষ্ঠান দেখলাম। মিশা সওদাগর এবং মোশারফ করিম এর অংশগ্রহণে সে প্রাণবন্ত অনুষ্ঠানটি বেশ সুন্দর এবং গঠনমূলক তর্ক পর্যায়ে চলে গিয়েছিল। অভিনয় এর ক্ষেত্রে কোন মাধ্যমটি বেশি প্রতিযোগিতামূলক এবং অভিনেতা-অভিনেত্রীদের কোণ মাধ্যমে বেশি প্রতিযোগিতার মধ্যে পরতে হয়। মিশা সওদাগর বারবারই চলচ্চিত্রকে প্রধান বলে বলছিলেন। মোশারফ করিম এর উত্তরে শুধু বললেন- বাংলাদেশী চলচ্চিত্রে অভিনেতা এবং অভিনেত্রীদের প্রতিযোগিতায় পরতে হয় কম।

সেদিক দিয়ে টেলিভিশন চ্যানেল এ নাটক এবং সর্বোপরি অভিনয় যদি ভালো না হয়। তাহলে দর্শক দশমিনিটও অপেক্ষা করেন না। চলে যান রিমোট এ হাত দিয়ে শাহরুখ খানদের কাছে। সে দিক দিয়ে টেলিভিশন অভিনেতা-অভিনেত্রীদের অভিনয় ভালো না হলে। তাতে দর্শক কে ধরে রাখা সম্ভব হয় না।

এর জবাবে মিশা সওদাগর বারবারই তা মানতে নারাজ কিন্তু যুক্তি দেখাতে পারছিলেন না সঠিকভাবে! অনেক প্রাণবন্ত একটি অনুষ্ঠান দেখেছিলাম আসলেই। এই না হলে মুন্নি সাহা এবং তার অনুষ্ঠান! আলাদা রকমের ভালো লাগবেই হোক তা সংবাদ অথবা যে কোণ বিষয় নিয়ে অনুষ্ঠান। আপনারাও কি তাই মনে করেন- বাংলাদেশের টেলিভিশন এর অভিনেতা- অভিনেত্রীদের চেয়ে কম অনেক কম প্রতিযোগিতায় পরতে হয় চলচ্চিত্র অভিনেতা- অভিনেত্রীদের? মোশারফ করিম চঞ্চল চৌধুরী তিশা জয়া আহসান এ চারজন অসাধারন অভিনেতা-অভিনেত্রীদের অভিনয়ই সেরা আমার কাছে মনে হয়।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।