আমাদের কথা খুঁজে নিন

   

ঈদ আর আগের মত নাই

কিছু বলার নাইরে ভাই ঈদ আর আগের মত নাই।এই তো মাত্র ৫/৬ বছর আগে ঈদ বলতে আমরা সকলে বুজতাম ঈদ মানে আনান্দ,ঈদ মানে খুশি,ঈদ মানে কোলা কুলি,ঈদ মানে সালামি।আর এখন কী দিন কাল আসল আল্লাহ ই জনে।এখন মানুষ ঈদ বলতে ভিন্ন কিছু বুজে না just মনে করে ২৯/৩০ দিন রোজা রাখার পর পেট পুরে খওয়ার দিন। আর তরুন সমাজ এর কথা কী বলব তারা তো ঈদ এর দিন রে 31st মনে করে।ঈদ এর দিন সকলে ঘুম থেকে উঠার কথা সুনলে তাদের লজ্জা লাগে। দুপুর ১২ টায় ঘুম থেকে উঠে তারা facebook a status দেয় মাত্র উঠলাম।আর সন্ধ্যা হতে না হতে ঈদ এর আনান্দ উপভোগ করার নামে মেতে উঠে অশ্লীল সকল কারজো কালাপে।বাবা-মা ও মনে করে এক দিন আনন্দ করে করুক। কিন্তু আমরা মুসলমান হয়ে কী এক বার ও চিন্তা করি যে ঈদ আমাদের কী শিক্ষা দেওয়ার জন্য আসে????

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।