টিভির ঈদের অনুষ্ঠান যা দেখলাম তার সবই সজলময়। দুপুরের পরে বাংলাভিশনে শুরু হলো টেলিছবি পাত্রীদেরকে জানানো যাচ্ছে যে, সজল একাই ৬ জন নায়িকার সাথে নেচে-কূঁদে নাটক (নাকি টেলিছবি) জমিয়ে ফেলল। নওশিন, মুনমুন, সুজানা, মেহজাবিন, ফারিয়া, মোহনা সবাই যার যার অংশ চমৎকার কোরিওগ্রাফি করল। ধন্যবাদ শফিক তুহিনকে এতবার শোনার পরেও যার গানটা বিরক্তির উৎপাদন করেনি, বরং গানটা শোনার জন্যই নাটকটা চলছিল। রাত আটটায় বাংলাভিশন দেখালো মামা মহব্বতজান।
ফেরদৌস হাসানের নাটকে সজলের দূর্দান্ত অভিনয়। ফেরদৌস হাসান (আখতার ফেরদৌস রানা) তোতলামিটাকে হাসানোর উপায় হিসেবে ব্যবহার করছেন কয়েক বছর ধরে। আপুল হায়াত, এজাজুল ইসলাম, নাসিমা খান সহ বাকীদের অভিনয় আর ফেরদৌস হাসানের পরিচালনার গুনে নাটকটি চমৎকার লেগেছে। রাত ন'টায় দেশ টিভিতে শুরু হলো ভালোবাসি আশ্চর্য মেঘদল। আবারও সজল।
এবারেরটা ধারাবহিক। আনিসুল হকের লেখা। আজও একই সময়ে দেখাবে ভালোবাসি আশ্চর্য মেঘদল। সজলের আরও নাটক (দীর্ঘ নাটক) দেখালো এনটিভি ঈদের দিন। ফেরদৌস হাসানের রচনা পরিচালনায় সাদাকালো।
আমার অবশ্য দেখার সুযাগ হয়নি। এত এত অনুষ্ঠান কোনটা রেখে কোনটা দেখব? ধীরে ধীরে সজল বাংলাদেশর টিভি মিডিয়ায় এক উজ্জ্বল নক্ষত্ররূপে আবির্ভূত হচ্ছে।
পারভেজ রানা ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।