আমাদের কথা খুঁজে নিন

   

শতবছরের ঐতিহ্যবাহী চাঁপাইনবাবগঞ্জ মহারাজপুর মেলার এ কি রং?

বিকল্প গনমাধ্যমের চিন্তা থেকেই এখানে একটু লেখালেখি করি আজ থেকে শুরু হয়েছে চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুর ইউপি তে শতবছরের ঐতিহ্যবাহী চাঁপাইনবাবগঞ্জ মহারাজপুর মেলা। মেলার ঐতিহ্য বহুমাত্রিক হলেও, বিকৃত মানসিকতা ও অযোগ্য লোক এবার মহারাজপুর ইউপির ক্ষমতায় থাকার সুবাদে মেলায় চলছে চরম বিশৃঙ্খলা। এবারের মেলায় ইউপিসহ স্থানীয় প্রশাসনের যোগসাজসে মেলায় দের্দার্শে চলছে জুয়া খেলা। চাঁপাইনবাবগঞ্জ শহরের অদূরে এই মেলা প্রায় ২০০ বছর পূর্বে মহারাজপুরের মিয়া-চৌধুরীরা শুরু করেছিলেন। সময়ের পথচলায় যা এখন শুধুই নগ্নতাকে পুজি করে কিছু ব্যাক্তিবর্গ কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন।যার প্রমান মিলেছে এবার মেলায় যাদু প্রদর্শনী কিংবা পুতুল যাই বলা হোক না কেন চলছে রগরগে নৃত্য। আর এবার রেকর্ড সংখ্যক ২৬ টি দল কে যাদু প্রদর্শনী কিংবা পুতুল নাচ ইত্যাদি নামে অনুমতি দেয়া হয়েছে। এমনকি এই বিষয়টি নিয়ে আয়োজক অনেকে ক্ষোভ প্রকাশ করেন। অনেকে জানান তারা বাধ্য হয়েই যাদুর প‌্যান্ডলে যাদুর পরিবর্তে নাচ দেখাচ্ছেন, কারণ হিসাবে তাদের যুক্তি ২৬টি দল থাকাই লগ্নিকৃত টাকা ফেরত আনতে তাদের এটা করতে হচ্ছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।