ভাল পাঠক হলেও নিজে কিছু লিখতে পারি না,মনের ভাবটা তাই ঠিকমত প্রকাশ করতে পারিনা....... ঈদের এই সময়টাতে আম্মাজানের হাতের আঙুল গেছে কাইট্যা, বাসায় আর কোন মেয়ে না থাকায় আম্মার মানে আসলে সবারই অনেক গুলা কাজ করে দিতে হল। শেষ যে বোনটা ছিল তারও গতবছর বিয়ে হয়ে গেছে,দুই বোনের একজনও শ্বশুর বাড়ি থিকা ছুটি পায়নায়, আর ছুটা বুয়া দিয়া কিছুই হয় না, তাই আমার উপর দিয়া তাফালিংটা বেশ ভালই গেল! সকালে কাপড় কাচ্ছি, দুপুরে তরকারি কাইটা দিছি,আর রাত্রে মশলা বাটছি অবশ্য ব্লেন্ডার দিয়া! কালকেও বোধহয় বেশকিছু কাজ করতে হবে। আহহারে আমাদের মা বোনদের কত যে কষ্ট আজকে ভালোভাবে বুঝলাম! সবাইকে ঈদ মোবারক!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।