ডোমার থানার ওসি আইয়ুব হোসেন জানান, বুধবার রাতে এ ঘটনায় নিহত হন পৌরসভার চিকনমাটি গ্রামের বেলাল হোসেনের ছেলে রাকিব হাসান পাপ্পু (২৫)।
তিনি ডোমার সরকারি কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক ছিলেন।
বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন নীলফামারীর সহকারী পুলিশ সুপার শফিউল ইসলাম।
নিহতের চাচা মাকদুমুল ইসলাম বাদি হয়ে তিনজনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। তবে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, বোড়াগাড়ি ইউনিয়নের বুড়ারডোবা নামক স্থানে দুর্বৃত্তরা পাপ্পুকে কুপিয়ে আহত করে তার মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়।
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পাপ্পু মারা যান।
মামলার আসামিদের নাম জানায়নি পুলিশ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।