আমি জানিনা যে আমি জানিনা, আর আমি যে জানিনা আমি জানিনা সেটাও আমি জানিনা। অর্থাৎ আমি জানি যে আমি জানি, কিন্তু আসলে আমি জানিনা আমাদের ডিপার্টমেন্ট থেকে ঈদের পরপর ইন্ডিয়া ট্যুরে যাচ্ছে। ১৫ দিনের ট্যুর। শহরগুলো হচ্ছে কলকাতা, আগ্রা, আজমীর, দিল্লি, জয়পুর, মুম্বাই, গোয়া। ব্লগারদের মধ্যে যারা ইন্ডিয়া ঘুরে এসেছেন( ত্রিনিপু, শাহাদাত রুয়েট ভাই, শোভন এক্স ভাই, আরিফ ভাই) তারা যদি কিছু টিপস দিতেন,বিশেষ করে দেশের সাথে যোগাযোগ কিভাবে করবো এই ব্যাপারে। কলকাতায় নেমে কি সিম কিনে ফেলবো একটা ? সিম কেনা কি সোজা ? এছাড়া ঘোরাঘুরি, শপিং এসব ব্যাপারে হেল্পান প্লিজ। কেনাকাটা করার জন্য এয়ারপোর্টের ভিতরের ডিউটি ফ্রি শপ কেমন ? দাম কি সস্তা পড়ে না বেশি ? চকলেট পাওয়া যায় ? যিনি সবচেয়ে ভাল টিপস দেবেন তাকে ইন্ডিয়ার ফটোব্লগটা উৎসর্গ করা হবে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।