যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে আকাশ (১২) নামে এক শিশু খুন হয়েছে। সোমবার দুপুরে কেন্দ্রস্থ ডরমেটরির নিচতলায় সিঁড়ির কাছে সজল (১৫) নামে এক কিশোর তাকে শ্বাসরোধ ও পরে টিনের টুকরো দিয়ে গলা কেটে হত্যা করে।
দুপুরে খাবারের সময় সবাই যার যার কক্ষে ছিল। সজল বাইরে থেকে ভেতরে প্রবেশ করে। এরপর তারা আকাশের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
সজলের রুমমেট মেহেদি হাসান জানায়, সজল দুদিন আগেও ডরমেটরি ৫০-এ থাকতো। সেখানে প্রতিনিয়ত চুরিসহ নানা ঝামেলা করায় কর্তৃপক্ষ তাকে ডরমেটরি ১০০- এ পাঠিয়ে দেয়। সেখানে থাকাকালে প্রায়ই বলতো, একটা খুন সে করবেই।
হন্তারক সজল জানায়, সে ডরমেটরি ৫০-এ যাওয়ার জন্যে এ কাজ করেছে। দুপুরে ডরমেটরিতে আকাশকে দেখতে পেয়ে সে একটা দড়ি দিয়ে গলা পেঁচিয়ে ধরে।
কিন্তু মরে যাবে ভাবতে পারেনি। যখন সে দেখে আকাশ মরে গেছে তখন টিনের ঐ টুকরো দিয়ে তার গলায় পোঁচ দেয়। আকাশের সাথে তার কোন শত্রুতা ছিল না বলেও সে জানায়।
নিহত আকাশকে ২০০৭ সালে চুয়াডাঙ্গা থেকে যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়। তার পরিচয় পাওয়া যায়নি।
সে পথশিশু ছিল বলে কেন্দ্র সূত্রে জানা যায়।
সজল দিনাজপুরের হাকিমপুর উপজেলার মধ্যবাসুদেবপুর এলাকার সানোয়ার হোসেনের ছেলে। বছরখানেক আগে তাকে যশোরে পাঠানো হয়। সে চুরি মামলার আসামি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।