আমাদের কথা খুঁজে নিন

   

হাল্লাবোল,একদম ফাটিয়ে দিয়েছে।

প্রথমেই এই গানটি দেখুন ও শুনুন । আসলে সত্যি কথা বলতে তো আর দোষ নাই,আর তাতে পাপের ও কিছু নাই। শুধু ভারতবর্ষ নয় আমাদের দেশেরও একই অবস্থা। সেই স্বাধীন এর পরথেকেই আমাদের দেশের সব নয় তবে অনেক মন্ত্রী,এমপি জনগনের পয়সা লুট করে সুইস ব্যঙ্ক এ জমিয়ে রেখেছে। আমার জানামতে সুইস ব্যাঙ্ক এর বেশীর ভাগ টাকাই হচ্ছে দুর্নীতিবাজ,কালোবাজারিদের টাকা।

তারপরেও বিশ্ব মানবতা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ,আন্তর্জাতিক নেত্রীবৃন্দগণ এই ব্যাপারে কোনো কথাই বলেনা। কখোনো বলেনা যে,যে যে দেশের টাকা সেই সেই দেশের জনগনের মাঝে বিলিয়ে দেয়া হোক অথবা সেই দেশের উন্নয়নে খরচ করা হোক। কোনো না কোন ভাবে তারা সেই কালোবাজারীদের,দুর্নীতিবাজদের সমর্থন করেই। একটি বার আমরা চিন্তা করে দেখি আমাদের দেশের উন্নয়নে যে বাজেট স্বাধীন এর পর থেকে আজ পর্যন্ত হয়েছে সেটা যদি শতকরা আশি ভাগও সঠিক ভাবে ব্যবহার হত তাহলে আমাদের দেশের আজকের অবস্থান কোথায় হত???? আসুন আমরা সামাজিক ভাবে তাদেরকে বয়কট করি,হোক না সে আমার আপন কেউই। নচিকেতার কাছ থেকে অনেক বাস্তবধর্মী গান আমরা ইতিপূর্বে পেয়েছি,কিন্তু এইবারের এই গানটি অসাধারণ হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।