"সঠিক উত্তরটা জানিয়ে দিব বিরতির পর। " না পাঠক, আমাকে ভাববেন না, আমি কোন গেম শো এর উপস্থাপক। আমি খুব সাধাসিধে মানুষ। এই উক্তি আপনাদের কাছেও আজকাল অতি পরিচিত। এটি আমাদের শ্রদ্ধেয় অভিনেতা এবং সংসদ সদস্য(রাজনৈতিক বাক্তি) আসাদুজ্জামান নুর সাহেবের উক্তি।
আমাদের দেশে খুব কম লোকজন এ আছেন যারা রাজনৈতিক বাক্তিদের ভাল চোখে দেখেন(ভাল ভাবার ও কোন অবকাশ নাই)। আসাদ সাহেব তাদের বাতিক্রমই বটে। তিনি সর্বদাই সম্মান পেয়ে এসেছেন আমাদের কাছ থেকে। সম্প্রতি তার সম্মান টা যথার্থই পূর্ণতা পেয়েছে "কে হতে চান কোটিপতি" অনুষ্ঠানটির মাধ্যমে।
এই রকম আন্তর্জাতিক মানসম্পন্ন একটা অনুষ্ঠান এ তাঁর মত একজন বাক্তিকেই শোভা পায়।
কিন্তু প্রশ্ন হল শেষ পর্যন্ত সেটি কি আন্তর্জাতিক মান এর ধার কাছেও যাচ্ছে। অনুষ্ঠানটির উদ্দেশ্য কি? নিছক একটি গেম শো না প্রতিভা অন্বেষণ? যদি বলি গেম শো তাহলে আমার প্রশ্ন--"কি দরকার গেম শো তে প্রশ্নের উত্তর দেবার? আসুন আমরা সেখানে লুডু বা কারাম খেলার মাধ্যমে পুরস্কার দেই। " কেননা আপনারাই বলুন নিশ্চয়ই বাংলাদেশের জাতীয় ফুলের নাম ১০ হাজার টাকার প্রশ্ন হতে পারে না। আর যদি বলি প্রতিভা অন্বেষণ তবে বলব বাংলাদেশের আনাচে কানাচে প্রতিভার কোন অভাব নাই। লাম্প পোস্টের আলোতে বই নিয়ে পড়াশুনা করে হাজারো ছেলে মেয়ে।
তাদের সুযোগ না দিয়ে ৮০ হাজার টাকা মাসিক বেতনধারী ডাক্তার কে সুযোগ দেয়া কতটুকু সমীচীন তা বোঝার মত মস্তিস্ক অন্তত আমার নেই। প্রিয় পাঠক, আর বেশী কিছু লিখলাম না। বাকিটা আপনারাই বলুন। দেখি আপনাদের মস্তিস্ক কতটা তীক্ষ্ণ। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।