আমাদের কথা খুঁজে নিন

   

মেয়ে, সাহিত্য বুঝো যোগাযোগ বোঝেনা

তোমার করা সব ভুল অবশেষে ফুল হয় করে যায় নিত্য কমিতার চাষাবাদ বিবর্ণ অগোছালো ব্যথাতুর ভাললাগা সেখানেই অখ্যাত লোক কবির বসবাস। ভুল করোনা সুখি হও আজীবন থাকবো আমিও স্মৃতিতে মাতাল। তাড়া করে ফেরা ভগ্ন আশা জোড়া নেয়ার অপেক্ষায় অনবরত নৈ:শব্দে দহন। স্মৃতির জানানা ক্ষয়ে ক্ষয়ে মলিন হয় জমে জমে কাল হয় অন্ধকারের নীল দীর্ঘশ্বাস নাবিকের হতাশায় বন্ধ হয় কবিতার খাতা অবসন্ন প্রহর, ব্যথাতুর ভাবনা না বলা মলিন কথামালা। এখনো রাত শেষে ভোর হয় নিশাচর পাখিরা বিলীন হয় প্রকৃতির আলোয় সজীবতা আর ভাললাগা ফুরিয়ে যায় সময়ের ¯্রােতে এলোমেলো ভাবনায় বৃত্তবন্দি হয় মনের অজান্তে। তারপর শুধুই হাহাকার স্বপ্ন ভাঙে আর প্রশ্ন জাগে অযাচিত প্রহরে হয়না শেষ দু:স্ব স্বপ্নের বেধে রাখার ছলে হারানোর আগেই হারিয়ে ফেললে এভাবে গড়ে উঠে তোমার আমার ছুটে চলার অবনত ইতিহাস। ভুল প্রেমে মুখোমুখি হয়ে ভালবেসেছিলাম তোমায় এ আমার আদিম ভুল এখনো হৃদয়ে অমাবস্যার চেয়ে কত বেশি অন্ধকার মেয়ে, সাহিত্য বোঝো যোগাযোগ বোঝোনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.