হৃদয়ে থাকুক বসন্ত
আমার কিছু প্রশ্ন ছিলো, যেগুলোর উত্তর আমার জানা নাই। অনেক ভেবেও যেকথাগুলোর জবাব খুজে পাইনি। কারো যদি উত্তর জানা থাকে, সাহায্য করুন।
সরকারের কাছে প্রশ্নমালা-
১। তারানা হালিম অনশনের হুমকি দিয়েছিলেন।
এখন উনি কই? সমস্যা কি মিটে গেছে?
২। কিশোর মিলন হত্যাকান্ডের খবরে, খুনিদের গ্রেফতার দেখি। কিন্তু পুলিশের সেইসব পশুদের কি হলো, যারা মিলনকে গাড়ী থেকে নামিয়ে দিয়েছিলো হত্যার জন্য? মিলনের লাশ দড়িতে বেধে টেনে গাড়ীতে তুলেছিলো!
৩। ছয় ছাত্রকে পিটিয়ে হত্যা করা মানুষগুলোর কি হলো? ওরা কি পরবর্তী হত্যাকান্ডের অপেক্ষায়?
৪। তেল-গ্যাস রক্ষা কমিটির আন্দোলন কি থামিয়ে দিয়েছেন?
৫।
সীমান্তে হত্যা বন্ধ হলো? নাকি খবর মিডিয়ায় আসা বন্ধ হলো?
৬। ভারতের কাছে কি পুরো দেশ বিক্রি করে দিবেন? নাকি দেশের কিছু অংশ? বিনিময়ে কি পাবেন?
৭। ১০ টাকা দরে চাল খাওয়ানোর কথা কি ভুলে গেছেন? ১০ টাকায় না হোক ২০ টাকা দরে খাওয়াবেন কি?
সামুর মডুদের কাছে প্রশ্নঃ
১। আসিফ মহিউদ্দিন কে গালি দিলে, আমাকে জেনারেল করেন। কিন্তু উনি ইঙ্গিতমূলক গালি দিলে কিছু হয়না কেনো? উনার বুদ্ধিদীপ্ত গালির কারনে?
২।
দু-পেয়ে গাধ কে ব্যান করা হয়েছিলো। উনি আমার কিভাবে ফিরে আসেন? আসিফ মহিউদ্দিন এর কান্নাকাটিতে কি আপনাদের মন গলে গিয়েছিলো?
৩। নাস্তিকতা কি? হিন্দু হয়ে মুসলমানদের নবীকে নিয়ে বাজেকথা লেখে পোষ্ট দেয়া? বিপরীতে নিজের ধর্মের গায়ে আছড় লাগতে না দেয়া?
৪। যেসব ব্লগারদের পোষ্টে গালাগালি বেশি হয়, তাদের দিয়ে সামুর হিট পাওয়া ছাড়া আর কি লাভ হয়?
৫। আমার এই পোষ্ট কতক্ষন থাকবে? অথবা, আমি আর কতক্ষন সেফ থাকবো?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।