নাম সিসিলিয়ান কিন্তু খাটি বাংলাদেশী। প্রথমে আপুদের কাছে ক্ষমা প্রার্থনা পূর্বক আজকে এক মার্কেটে প্রবেশ করব এমন অবস্থায় এক মেয়ে কে দেখলাম উগ্র ভঙ্গিতে বের হচ্ছে স্বভাবতই বুকে ওড়না শব্দটির বস্তু নাই, সঙ্গে সঙ্গে চোখটা সরিয়ে নিলাম তবে আশে পাশে কিছু ছেলে যেন গিলে খাচ্ছে তাকে। আজকাল যেন এইরকম পরিস্থিতি বেশি বৃদ্ধি পেয়েছে। মেয়েদের আব্রু প্রসঙ্গে কথা আসলে ধর্ম তথা ইসলামের কথা টা আসে, যেহেতু ইসলাম ধর্মে মেয়েদের আব্রুর ব্যাপারে কিছু সুন্দর নির্দেশনা আছে কিন্তু যেহেতু ব্লগে ইসলাম সমন্ধে বেশ কিছু মানুষের এলার্জী আছে তাই কিছু বলব না। পাশ্চাত্যের সংস্কৃতি কে যদি কেউ আপন করতে চায় অনন্ত পোষাকের ক্ষেত্রে তাহলে আমার কিছু বলার নেয় কিন্তু কেউ কি বলতে পারবেন আমাদের সংস্কৃতি বা আমাদের দেশীয় মূল্যবোধ কোথায় নারীদের উগ্র পোষাক বা ওড়না ছাড়া নোংরা ভাবে চলাচল সমর্থন করে? আপনি আপনার মাকে বা গুরুজন কোন মহিলা কে জিজ্ঞেস করুন তো তাঁরাও কি সমর্থন করবেন? তাছাড়া ইভ-টিজিং এর ক্ষেত্রে কিছু হলেও উগ্র পোষাক ভূমিকা রাখে বলে আমি বিশ্বাস করি। অনেকে হয়ত বলবেন আমাদের সমাজ ব্যবস্থা কে বদলাতে হবে, পুরুষের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে, হ্যাঁ অবশ্যই তা করতে হবে কিন্তু সেটা তো একদিন করা সম্ভব না কিন্তু মেয়েদের শালীন পোষাক পরিধান করত অভ্যাস করানো দু তিন দিনে সম্ভব। আমি বলব না যে সেই সকল আপুদের বোরখা পড়তে বা ঘরে আবদ্ধ থাকতে তবে তাদের প্রতি অনুরোধ নুন্যতম শালীনতা বজায় থাকে সেই ধরনের পোষাক অনন্ত পরিধান করুন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।