আমাদের কথা খুঁজে নিন

   

BBHH New Fan Page

সত্য কথাটাই বলতে চাই..........যতই অপ্রিয় সত্য হোক সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে,বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকারসের অফিসিয়াল ফেনপেইজ ফেসবুক কর্তৃপক্ষ দ্বিতীয়বারের মত বন্ধ করে দিয়েছে। তাই আমাদের নতুন ফেনপেজে যেতে হচ্ছে। আমাদের নতুন ফেনপেজের লিঙ্ক-- https://www.facebook.com/bd.black.hat.hackers উল্লেখ্য এই ফেনপেইজ ব্যতীত বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকারসের কোন ফেসবুক ফেনপেইজ নেই। এই পেইজ থেকে বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকারসের সকল প্রকার ঘোষণা দেওয়া হবে। ফেসবুক ফেনপেজের পাশাপাশি অফিসিয়াল ক্রুদের আইডিতে প্রব্লেম করছে।

কিন্তু আমাদের অগ্রযাত্রা ফেসবুক ব্যাহত করতে পারবে না। আশা করছি, আগের মতই আপনারা আমাদের পাশে থাকবেন। যে মহৎ উদ্দেশ্য নিয়ে আমাদের পদ চলা শুরু হয়েছে তা অব্যাহত থাকবে। বাংলাদেশের সাইবার স্পেস রক্ষার্তে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। আপনারা আমাদের সাথে থাকবেন।

ধন্যবাদ। 8l@ck 3xplor3r BBHH Crew ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।