আমাদের কথা খুঁজে নিন

   

তমালতলা কৃষি ও কারিগরি ডিগ্রি কলেজ

বাঙ্গালি একাই একশ হতে পারে। কিন্তু একশ বাঙালি কখনও এক হতে পারে না...... মাহাবুব আলম নাটোরের বাগাতি পাড়া তমালতলা কৃষি ও কারিগরি ডিগ্রি কলেজের অধ্যক্ষের পুনর্নিয়োগ বাতিলের দাবিতে বুধবার বিকেলে মানববন্ধন করেছে কলেজের শিক্ষক ও ছাত্ররা। মানববন্ধন কর্মসূচি থেকে তারা নিয়োগ বাতিলের দাবিতে সাত দিনের আল্টিমেটাম দেয়। কলেজে ৮০% শিক্ষক-ছাত্র উক্ত কলেজের শিক্ষক নেতা ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেনের পক্ষে কাজ করছে। কিন্তু কপিতয় ঘুষখোর নেতা ও সরকারী কর্মচারীর জন্য দূনির্তীবাজ অধ্যক্ষ মাজেদুর রহমানকে অপসারণ করা সম্ভব হচ্ছে না।

মানববন্ধন থেকে, দাবি আদায় না হলে আগামী মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুরের মূল ভবন চত্বরে গণঅনশন পালনেরও ঘোষণা দেওয়া হয়। মানববন্ধনে নেতৃত্বদেন শিক্ষক নেতা ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন। তিনি বলেন, তমালতলা কৃষি ও কারিগরি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাজেদুর রহমানের চাকরির মেয়াদ গত ৩১ ডিসেম্বর শেষ হলেও পরিচালনা পর্ষদ গত ২৩ ডিসেম্বর তার চাকরির মেয়াদ ২ বছরের জন্য বাড়িয়েছে। কিন্তু এই নিয়োগ বাতিলের দাবিতে চলতি বছর ১ জানুয়ারি থেকে বিভিন্ন সময় কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা ক্লাস বর্জন, সড়ক অবরোধ ও মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে। এছাড়াও দু’দফা অভ্যন্তরীণ পরীক্ষাও স্থগিত করা হয়।

আর এসব ঘটনায় গত ৭ ফেব্রুয়ারি কলেজের ১১ শিক্ষকসহ ১২ জনের বিরুদ্ধে কলেজের উপাধ্যক্ষ পরিমল কুমার বাদী হয়ে একটি মামলা করেন। আবুল হোসেন বলেন, অবিলম্বে এই মামলা প্রত্যাহার ও অধ্যক্ষ মাজেদুর রহমানকে অপসারণ না করলে আগামী মঙ্গলবার তারা জাতীয় বিশ্ববিদ্যালয় চত্বরে গণঅনশন শুরু করবেন এবং তা দাবি আদায় না হওয়ার পর্যন্ত চালিয়ে যাবেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.