আমাদের কথা খুঁজে নিন

   

বিদায় সামহোয়্যারইন ব্লগ।

ঠিক ২ মাস আগে সামু তে আমি রেজিস্ট্রেশন করি। যদিও এর আগে মাঝে মাঝে ঢুঁ মারতাম, তবে অনিয়মিত ভাবে। তখন দেখতাম অনেকেই দুর্দান্ত সব পোস্ট দিচ্ছেন। এসব দেখেই রেজিস্টেশন করি, আর করার সময় ভাবছিলাম যে হ্যাঁ, আমিও এমন কাজের পোস্ট দেব যে সবাই উপকৃত হবে কিংবা এমন মজার জোক শেয়ার করব যে সবাই মজা পাবে! সামু তে আমার প্রথম পোস্ট ছিল ফিফা সিরিজের উপরে, যে কার কোনটা পছন্দ(জেনারেল থাকায় সংকলিত পাতায় আসেনি)! এর পরে আরেকটা পোস্ট দিয়েছিলাম হ্যারি পটার ডেথলি হ্যালোজ পার্ট ২ এর টরেন্ট লিঙ্ক দিয়ে! এর ই ফাঁকে একদিন আমি সেফ হয়ে যাই!! তখন পর্যন্ত আমার বিন্দুমাত্র ধারনা ছিল না যে কখনো কোনদিন আমি কুরান, হাদিস কিংবা রাসুলুল্লাহ (সাঃ) কে নিয়ে পোস্ট দেব। এর মধ্যে একদিন মিঃ ম জ বাসার এর একটা পোস্ট চোখে পড়ল।

তিনি কুরানের ভুল অনুবাদ এবং মিথ্যে ও মনগড়া হাদিস দিয়ে কুরান হাদিস এর কনফ্লিক্ট তৈরির চেষ্টা করছিলেন। তার সেই পোস্ট এবং আমার তার পোস্ট এর জবাব হয়ত অনেকে দেখে থাকবেন। এরপরে আমি ভাবলাম ঠিক আছে, যেহেতু করান এবং হাদিস এর কনফ্লিক্ট এর কথা বলছেন, ঠিক আছে, তাহলে কুরান এর আয়াত দিয়েই রাসুলুল্লাহ (সাঃ) এর সম্মান, অবস্থান এবং মর্যাদা কোথায় তা প্রমান করি। যারা রাসুলুল্লাহ(সাঃ) কে নিয়ে কুৎসা রটায় এবং আল্লাহর বিধান ও রাসুলুল্লাহ (সাঃ) এর কাজের মধ্যে পার্থক্য প্রমানের চেষ্টা করে, তাদের জ্ঞাতার্থে...। এই পর্যন্ত সব ঠিক ই ছিল।

গতকাল ভোর রাতে দেখলাম মিঃ ট্টারজান এর নিন্দনীয় এবং কুৎসিত একটা পোস্ট। এক আস্তিকের ফরিয়াদ- রমজান মাসে শুধু ব্যানারটাই না, কমেন্ট বক্সটাও পরিবর্তন করেন .......পিলিজ দেখেন ব্লগে নাস্তিক থাকতে পারেন, অসুবিধা নাই, তারা তাদের নাস্তিকতার পিছনে নানা যুক্তি(!) ও দিতে পারেন, অসুবিধা নাই। কিন্তু বিশেষ একটি ধর্ম (পড়ুন ইসলাম) কে গালিগালাজ কেন করবেন? ধর্মীয় ব্যাপারটা নাহয় বাদ দিলাম। ব্লগে হাজার হাজার মানুষ আছেন যারা নিজ ধর্ম কে প্রাণ এর থেকেও বেশি ভালবাসেন। সেই মানুষগুলোর মনে কষ্ট দেয়া কোন ধরনের ভদ্রতা? মত প্রকাশ এর স্বাধীনতা চমৎকার একটি জিনিস।

কিন্তু মত প্রকাশ এর স্বাধীনতার অর্থ কি সাধারন মানুষ আর তাদের ধর্ম বিশ্বাস কে গালাগালি দেয়া? আমি সামু থেকে চলে যাচ্ছি তার কারন এই না যে আমি খুব দুঃখ, রাগ বা কষ্ট পেয়ে যাচ্ছি। যাচ্ছি এই কারণে যে সামুতে সবাই অনেক কিছু শেয়ার করছে, মানুষে মানুষে একটা প্রীতির সম্পর্ক গড়ে উঠতে দেখে সামুর প্রতি যে ভালবাসা গড়ে উঠেছিল, তা আর এখন নেই। সবাই ভাল থাকবেন। সামুতে এটাই আমার শেষ পোস্ট। কারো মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চাচ্ছি।

Here I sit In a seat that’s reserved To take me to nowhere Looking out the window At the ground that’s growing smaller under me Tears turn dry on my skin Trying to hide my eyes As I wave goodbye to my heart That’s staying behind Crying …hiding… Struggling with my smiling… Could this be heartache That I’m denying? Saying goodbye to the one That made me feel like me That I’m wanted There where I want to be. ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.