আমাদের কথা খুঁজে নিন

   

ইন্ডিয়া ক্রিকেট টিমের ইংরেজ ধোলাই খাওয়া…আর নির্লজ্জতা নিয়ে কিছু কথা।

গেদু চাচার খোলা চিঠি। গুলিস্থান থেকে টিকাটুলি আসব…ঈদের আগের এই সময় কেমন ভিড় থাকে বলাইবাহুল্য…আমি বাসে না উঠতে পেরে কিছু দূর হাঁটলাম…অবশেষে একটা টিভি ফ্রিজ বিক্রির দোকানের সামনে এক রিকশাওয়ালাকে পেয়ে বললাম, ‘ভাই,যাবেন?’। বাংলাদেশে একটা কথা প্রচলিত আছে…বিশেষ করে ঢাকায়…তাহলো…আপনি যদি ঢাকার ভাষা না জানেন আর ঢাকায় নতুন হন তবে ভুলেও বিশেষ কিছু জায়গায় নিজের বীরত্ব জাহির করবেন্না। আমিও এটা মানি সবসময়। রিকশাওয়ালা যখন বলল, ‘ধুর মিয়া…দেখেন্না খেলা দেখি’…আমি তার বেয়াদপির জবাব না দিয়ে বললাম…, ‘ভাই টিকাটুলি যাব…৪০ টাকা ভাড়া দেব’…রিকশাওয়ালা এইবার গামছা দিয়ে মুখটা মুছে বলল, ‘আজাইরা ধুরগুলান যে কইত্তে আইয়ে…মিয়া বাংলা বুঝেন্না?আপনে ৬০ ট্যাকা দিলেও যামুনা…ইন্ডিয়া হারতাছে…হ্যারা (…ভাষায় বলা যাবেনা কি ধরনের গালি) নাকি বাংলাদেশেরে ২০২০ পর্যন্ত তাগো দ্যাশে ডাকবো না ক্রিকেট খ্যালোনের লাইগা…এইবারডা বুঝ হালারা…আর আপনে মিয়া জালাইবার লাগছেন’…আমার রাগ নিমিষেই পানি হয়ে গেলো…কারণ আমি জানতাম এবং দোয়া করছিলাম…ইন্ডিয়া যেন একটা শিক্ষা পায়…আর রিকশাওয়ালা ভাইয়ের কথা সত্য হলে তা হবে ইন্ডিয়ার ইংরেজ ধোলাই খাওয়া।

মনে মনে রিকশাওয়ালাকে একটা সালাম ঠুকে দিলাম…। এই অনুভুতির মুল্য অনেক…ঘামে ভেজা অনুভুতি…সরল মনের অনুভুতি…কোন ধরনের স্বার্থ ছাড়াই বাংলাদেশ কে ভালবাসার অনুভুতি। অনেকেই খেলার সাথে রাজনীতি কে জড়ায় ফেলেন…যেমন কেউ যদি পাকিস্থান কে সাপোর্ট করে তবে অনেকেই বলেন ‘রাজাকার’…আবার ইন্ডিয়াকে সাপোর্ট করলে ভাদা। আমি এসব আলোচনায় যেতে চাইনা…আমি এক কথায় বলব পাকিস্থান বাংলাদেশ কে চুষে খেয়েছে স্বাধীনতার আগ পর্যন্ত…আর ইন্ডিয়া খাচ্ছে এখন পর্যন্ত। অনেকেই বলেন স্বাধীনতা যুদ্ধ্যে তারা আমাদের সাহায্য করেছে…তাদের সাথে এটাও জানা বা বোঝা উচিত তারা একি সাথে লুটপাট করে কি কি নিয়ে গেছে এই দেশ থেকে।

এটা যেন একজন নারীকে ধর্ষনরত অবস্থায় উদ্ধার করে নিরাপদ দুরত্বে নিয়ে যেয়ে তার দুর্বলতার জন্যে গায়ের কাপড় খুলে উলঙ্গ করে দেয়া। ইন্ডিয়া সাহায্যের নাম করে আমাদের হার্ডিঞ্জ ব্রীজের একটা স্প্যান উড়িয়ে দিয়েছিলো…অথচ আমার জানা মতে অবস্থানগত কারণে সেই স্প্যানটা উড়ানোর দরকার ছিলো না। এরপর নদীর পানি থেকে শুরু করে টি-পাই মুখে বাঁধ আর বিএসএফ কতৃক বাংলাদেশীদের নির্বিচারে হত্যার কথা তো বাদই দিলাম…এই তো গতকালকেই একটা চ্যানেলে দেখলাম বিএসএফ এক বাংলাদেশীকে মেরে নদীতে ফেলে দিয়েছে…আর বিজিবি সেটা উদ্ধার করেছে…এর সাথে সাথে তাদের দেশে বাংলাদেশের কোন চ্যানেলে না দেখানো নিয়ে ভাব নেওয়ার বিষয়টা তো আছেই। ইন্ডিয়া তাদের স্বার্থ ছাড়া আমাদের দেশ কে সাহায্য করে বলে শুনিনাই। আমি বাংলাদেশ ক্রিকেট টিম বাদে কাকে সাপোর্ট করি জিজ্ঞেস করলে আমি বলব…আমি পাকিস্থান কে সাপোর্ট করি।

আমি জানি আপনারা রাগ করলেন… ‘কি হুনাইলো কাকা…এডি?’…আমি তাদের কে সাপোর্ট করি নিচের কিছু কারণে… ১। বাংলাদেশ ক্রিকেট টিম যখন প্রথম পাকিস্থান কে বিশ্বকাপে হারালো…তখন তাদের ক্যাপ্টেন ওয়াসিম আকরাম বলেছিলেন, ‘আমরা আমাদের ভাইয়ের কাছে হেরেছি’…এমন কোন কথা ইন্ডিয়া হারলে শুনিনাই…এতটা নমনীয় আমি কোন দিনই দেখিনি ইন্ডিয়াকে। ২। বাংলাদেশে পাকিস্থান আসে নিয়মিত…এবং তারা আমন্ত্রণ জানায় নিয়মিত। এই নিয়ে তাদের বোর্ড কে আমি কখনই দেখলাম না ভাব নিতে।

তাদের দেশে খেলাটা যদিও সন্ত্রাসের কারনে বাংলাদেশের জন্যে খুবই ঝুঁকিপুর্ণ হয়ে যায়…তবুও তো ডাকে…তারা তো আর বিশ্বের মাঝে ফালতু দল না। তবে এইব্যাপারে আমাদের বোর্ড ও কম যান না…উনাদের ভাদা প্রীতি না হলে হয় না…ভারতের পা না চাটলে উনারা খুশি হন না…এই কারণের যখন ভারত বাংলাদেশ কে ২০২০ পর্যন্ত তাদের দেশে ডাকবে না দেখেও তারা মুখে কুলুপ এটে বসে থাকলেন…আমি যদি বিসিবি প্রধাণ হতাম তবে আমি ইন্ডিয়াকে ডাকতাম না…খেলব না তোদের সাথে…কিন্তু পেলাম না এমন কিছু। ৩। ইন্ডিয়া বেশ কায়দা করে বাই-রোটেশন প্রথাটা বাতিল করে দিলো এইবার…যার ফলে আইসিসিতে বাংলাদেশের যে আধিপত্য আসার একটা সুযোগ হয়েছিলো সেটাও আর থাকলো না। ৪।

আমি আমার জিবনে সিধু,বিষেন সিং বেদি,মন্দিরা বেদির মত বেহায়া লোক দেখিনাই…তারা যেভাবে বাংলাদেশ ক্রিকেট টিম কে প্রকান্তরে বাংলাদেশকেই অপমান করে…এমন টা আমি কোন পাকিস্থানী সাবেক বা বর্তমান ক্রিকেট খেলোয়ার বা ক্রীড়া সংশ্লীষ্ট ব্যাক্তিদের কাছ থেকে শুনিনাই। ৫। আর সব থেকে বড় কথা ভাল লাগে তাই বাংলাদেশ টিম না খেললে আমি যদি পাকিস্থানের খেলা দেখি তবে তাদের পক্ষেই থাকি…এটাতে কোন রাজনৈতিক চেতনা জড়িত নাই। বিসিসিআই কেন বাংলাদেশ ক্রিকেট টিম কে তাদের দেশে আমন্ত্রন জানায় না?কারণ সেই ট্যুর নাকি তাদের জন্যে অর্থনৈতিকভাবে লাভজনক না। এই জন্যে তারা আগামি ২০২০ সাল পর্যন্ত বাংলাদেশের সাথে তাদের দেশে কোন সিরিজ খেলবে না।

আমি বলব বাংলাদেশ ক্রিকেট টিমেরও উচিত ২০১৩তে তাদের সাথে সিরিজ বাতিল করা…যেকোন টুর্নামেন্টে ইন্ডিয়ার সাথে খেলা থাকলে তা বর্জন করা। এটাতে আমি জানি বাংলাদেশের অনেক ক্ষতি হবে…কিন্তু একটা যা লাভ হবে তাহলো আমরা যে বাঙ্গালী জাতি হিসেবে অনেক উঁচু এবং আমাদেরও সম্মান আছে তা জানানো হবে। দেখেবেন ইন্ডিয়ার পতনের যেই শুরুটা ইংল্যান্ডে হলো…সেই ধারাবাহিকতা চলবেই…এবং তারাই বাধ্য হয়ে বাংলাদেশ কে আমন্ত্রণ জানাবে তাদের দেশে…তাদের কে তো জিতে দেশে মুখ দেখাতে হবে তাইনা?অবশ্য ইংল্যান্ড ও কম যায় না…ওদেরো একটা জবাব পাবার দরকার আছে। সিধু পুরোটা বিশ্বকাপে যা করল তা এককথায় কি শাস্তি দিলে আমার শান্তি হবে জানা নাই…অথচ আমাদের বিসিবি চুপ। উদ্ধ্যার করলেন আমাদের দিপন।

আমি আমার দৃষ্টিকোন থেকে বাংলাদেশী ক্রিকেটারদের আইপিএল খেলতে যাবার পক্ষপাতি না। এর বড় কারণ সেখানে কি আসলেই তারা সম্মান পায়?এত ভালো খেলার পর সাকিব কে বসায় রাখল…তার আগেরবার শুধু নামকাওয়াস্তে মাশরাফি আর আশরাফুলকে খেলানো হলো…আমি এটার ঘোর বিরোধী। আমি অনুরোধ করব বাংলাদেশের সকল ক্রিকেটারদের… ‘প্লিজ আপনারা যাবেন্না…এভাবে ছোট করবেন না বাংলাদেশ কে…আমরা আপনাদের কম টাকা দেই না…কম ভালবাসিনা…প্লিজ…একবার মুখের উপর না বলে বুঝায় দেন আমরা বাংলাদেশীরা তোদের টাকায় থু মারি’। বিসিবির উচিত বাংলাদেশে আইপিএলের আদলে টুর্ণামেন্ট শুরু করা। ইন্ডিয়া ভিত্তিক সম্প্রচার চ্যানেল নিম্বাস এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে চুক্তির কারণে প্রাপ্ত টাকা দেয়নি…তারা নানা কায়দা কানুন আর উসিলায় টাকা দিচ্ছে না।

এটা কে কি বলবেন আপনারা?এটা কি সরাসরি প্রতারনা না?তারা আসলে কোনভাবেই বাংলাদেশের ভাল চায় না…আর আমাদের বলদের দল বিসিবিও বুঝে না…অথবা বুঝেও না বুঝার ভান করে থাকে। নিম্বাস কিন্তু ঠিকই খেলা সম্প্রচার করে যাচ্ছে…কেউ রোখার নাই তাদের…কি আশ্চর্য কথা। যারা ক্রিকেটের কথা আসলে ইন্ডিয়াকে সমর্থন করেন কারণ তারা স্বাধীনতা যুধ্যে আমাদের সাহায্য করেছেন এই জন্যে…এমন কথা বলেন…তাদের বলব এ ধরনের কথা বলা থেকে বিরত থাকেন। তারা আমাদের কি করেছে…কি করছে একটু চোখ কান খোলা রেখে দেখেন…আমার দেশ আমার দেশই…আমার পতাকা…আমার পতাকাই…সেটাকে আমার বাপও যদি অসম্মান করে তবে আমি তাকেও ছাড় দিতাম না। পরিশেষে আমি অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি… ‘হে আল্লাহ্ পাক,রাহমানুর রাহিম,…ইন্ডিয়াকে তুমি টি-২০ এবং ওডিআই সিরিজেও হারিয়ে দাও…মুখে চুন কালি লেপে দেশে ফেরত পাঠাও…তুমি চাইলে সবই পারো’ ইন্ডিয়া ক্রিকেট টিমের ইংরেজ ধোলাই খাওয়া…আর নির্লজ্জতা নিয়ে কিছু কথা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.