ফ্রিতে কোনো কিছু পাওয়ার মাঝে আপনাদের কেমন আনন্দ হয় সেটা আমার জানা নাই তবে আমার খুবই ভাল লাগে। আর এই ভাল লাগাকে কেন্দ্র করেই আজ খোঝ করছিলাম ফ্রি কিছুর এক সময় পেয়ে গেলাম সবার প্রিয় একটা Security Software আর সেটা হল (KasperSky Internet Security 2012) পাওয়ার পর মনে মনে ভাবলাম আমার মত যদি কেউ থাকে তাই আপনাদের সাথে শেয়ার করলাম। যদি প্রয়োজন হয় নিচে থেকে ডাউনলোড করতে পারেন যে ভাবে একটিভ করব ১-প্রথমে ডাউনলোড করে আপনার কম্পিউটারে ইন্সটল করোন ২- ইন্সটল শেষে Enter activation license দিতে বলবে সেখানে 11111-11111-11111-1111X দিয়ে Next এ ক্লিক করেন। ৩-Key File দিতে বলবে Browse-এ ক্লিক করে Key File টি সিলেক্ট করে Next-এ ক্লিক করেন। ৪- Finish ডাউনলোড করতে এখানে ক্লিক করোন। http://www.mediafire.com/?l0ihqkmz6ap84it বিঃদ্রঃ-এটা একটিভ করার আগে আপনার কম্পিউটার থেকে অবশ্যই ইন্টারনেট সংযোগ খোলে নিবেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।