না বলা কথা... [বি:দ্র: এই ব্লগটি কাউকে না পড়ার জন্য অনুরোধ করিছ। এটি একান্তই ব্যক্তিগত ব্লগ। ধন্যবাদ। ] ২৪ আগস্ট ২০১১ বুধবার সকাল ১০:১১ ময়ূর ভিলা মোহাম্মদপুর ঢাকা
প্রিয় মৃন্ময়ী,
মুয়াম্মার গাদ্দাফি'র পতন বোধহয় অত্যাসন্ন। যদিও এই মানুষটিকে আমি পছন্দ করিনা, কিন্তু যেভাবে তার পতন হতে যাচ্ছে, সেটাও সমর্থন করিনা।
আমেরিকার টাকায় ভাড়াটে মুক্তিযোদ্ধাদের দিয়ে গাদ্দাফির পতন ঘটানো হচ্ছে। টানা ৪২ বছর লিবিয়া শাসন করছেন তিনি। চরম স্ট্যান্টবাজ মানুষ। ক্ষমতার স্বার্থে এমন কোনো স্ট্যান্টবাজি নেই যা তিনি করেননি। তবে তিনি ছিলেন তীব্র সাম্রাজ্যবাদবিরোধী।
আসলে সাম্রাজ্যবাদবিরোধী না বলে অ্যামেরিকা-বিরোধী বলাই ভালো। গাদ্দাফির দেশের মানুষ অনেক সুখে আছে। তাদের কোনো কিছুর অভাব নেই। শুনেছি, বিগত আশির দশক থেকে সেখানকার মানুষ লোডশেডিং কি জিনিস, তা জানে না। কিন্তু এই মানুষটির কাছে বিশ্বের সব বড় বড় সন্ত্রাসীরা আশ্রয় পায়।
বঙ্গবন্ধুর খুনীদেরও আশ্রয় দিয়েছেন তিনি।
মূলত অ্যামেরিকা তাদের স্বার্থে গাদ্দাফিকে সরানোর সিদ্ধান্ত গ্রহণ করে। যে কোনোভাবেই হোক, তাকে সরাতে পশ্চিমারা মরিয়া। কেননা, গাদ্দাফি স্পষ্ট ঘোষণা দিয়েছে, তাকে তেলের মূল্য দিতে হবে স্বর্ণে, ডলারে নয়। এরপর থেকেই পশ্চিমারা তাকে সরাতে মরিয়া।
এখন তাকে সরিয়ে একটি পুতুল সরকার গঠন করা হবে। এ সরকার হবে অ্যামেরিকার ক্রীড়ানক।
অ্যামেরিকাই হলো এখন বিশ্বমোড়ল। ওরা যা চায়, তাই হবে। ওদের স্বার্থের পরিপন্থী কিছুই করা যাবে না।
হায় রে স্রষ্টা! তুমি কোথায়! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।