আমাদের কথা খুঁজে নিন

   

মা,তুমি আসবে এই ভূবনে ।

পাওয়া আর না পাওয়ার ব্যথা নিয়ে যেতে হবে বহু দুর্গম পথ, অজানার উদ্দেশ্যে । সেই ছোট একটি মেয়ে । স্নেহা গজালী নাম তোমার জন্মের আগেই ঠিক করেছি । আমি মহান ''আল্লাহ'' নিকট যাহা চেয়েছি মহান ''আল্লাহ'' আমাকে নিরাশ করেনি । বাবা তোমার অফেক্ষায় বসে ছিলাম মরু প্রান্তে, পৃথিবী আলৌকৃত করবে এটাই জীবনের উদ্দেশ্য, ফুল ফুটবে পাখি.গাইবে মধূর কন্ঠে মা তুমি এসেছ আমাদের ভূবনে,সত্যই আমি অনেক খুশি আজ ২৩/৮/২০১১ তুমি পৃথিবীর আলো দেখছ । আমি দ্বিতীয় সন্তানের বাবা হয়েছি । প্রথম ওসমান সাত বছর পর স্নেহা গজালী, ব্লগার ভাই বোনরা আমার মা, হয়েছে ওর জন্য সবাই দোয়া করবেন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।