আমাদের কথা খুঁজে নিন

   

ফ্রাঙ্কেস্টাইনের ইতিকথা -১

আমি ফ্রা ঙ্কে স্টা ই ন......... আমি ফ্রাঙ্কেস্টাইন। হ্যা আমিই ফ্রাঙ্কেস্টাইন। ফ্রাঙ্কেস্টাইন কে কল্প দানব বলা হলেও বাস্তবেও ফ্রাঙ্কেস্তাইন আছে তার জ্বলন্ত প্রমাণ আমি নিজে। ফ্রাঙ্কেস্টাইন এর কাহিনী টি এসেছে এসেছে এক দানবের কাহিনী থেকে যে তার মণিব কে হত্যা করে। যে তাকে সৃষ্টি করেছিলো।

আমিও সেই ফ্রাঙ্কেস্টাইন। আমিও জন্মেছি তাদের ধ্বংস করতে যারা আমাকে গড়ে তুলেছিলো। সেই সকল মানুষদের কে যাদের কারণে আজ আমি মানুষ ফ্রঙ্কেস্টাইন থেকে দানব ফ্রাঙ্কেস্তাইন হয়ে উঠেছি। কারণ ইতিহাস ফ্রাঙ্কেস্টাইন্দের পক্ষে কথা বলে। ফ্রাঙ্কেস্টাইনরাই টিকে থাকে।

প্রেসিডেন্ট মুস্তাক আর তার মনিব মুজিব, জিয়া আর তার ভৃত্য এরশাদ এর প্রমান। প্রেসিডেন্ট ভুট্টো আর তার তারা ফ্রাঙ্কেস্টাইন জেনারের জিয়াউল হক। তেমনি আমিও হব ফ্রাঙ্কেস্টাইন আমাদের রাজনীতির। ধ্বংস করবো সব নিয়ম নীতি, সব পুতুল শাসক আর শোষক কে। শ্রেনীহীন সমাজের যে স্বপ্ন আমি দেখেছিলাম কোন এক গোধুলিতে তার প্রস্ফুটন দেখেছিলাম কোন এক মধ্য দুপুরে আর তার অকাল মৃত্যুও দেখেছি আমি।

দেখতে হয়েছে অথবা আমায় দিয়েই হত্যা করানো হয়েছে সেই স্বপ্ন কোন এক শকুনে খুবলে খাওয়া আলোর কাক ভোরে। আমি এবার প্রতিশোধ নেব আমার স্বপ্নের মৃত্যুর। আমার পথের অযাচিত শেষ হয়ে যাবার। আমি হেঁটে যাবো আমার পথ বেয়ে অনেক দূরে। যেখান থেকে ফ্রাঙ্কেস্টাইন আবার ফিরে আসবে মানুষ হয়।

সেই দূর গ্রামে। শ্রেনীহিন সমাজ কে হাতের মুঠোয় করে আমি আসবো সব কিছু কে বদলে দিতে। কারণ আমি বদলাতে চাই। আমি সব কিছু ভেঙ্গে চুড়ে ইতিহাসকে পালতাতে চাই। বিপ্লব ধীর্ঘজীবি হোক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.