আমাদের কথা খুঁজে নিন

   

কেশবপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০১১ বিজয়ীদের শপত গ্রহণ

কেশবপুর উপজেলার বহুল আলোচিত ইউপি নির্বাচন-২০১১ গত ১১ জুন/২০১১ ইং তারিখে অনুষ্ঠিত। উক্ত নির্বাচনে ৯টি ইউনিয়ন থেকে ৯জন চেয়ারম্যান ৮১জন সাধারণ সদস্য ও ২৭জন সংরক্ষিত মহিলা সদস্যদের বিজয়ী হন। নতুন নির্বাচিত চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত আসনের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান ১৯/০৮/২০১১ ইং তারিখ রোজ শুক্রবার স্থানীয় আবু শারাফ সাদেক অডিটরিয়ামে সকাল ১০.০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়। উক্ত শপথ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার খান মোঃ রেজা-উন-নবী। শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলার নবাগত জেলা প্রশাসক জনাব মোঃ মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলার পুলিশ সুপার জনাব মোঃ কামরুজ্জামান, উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, সরকারী পর্যায়ের কর্মকর্তা কর্মচারী বৃন্দ, স্থানী রাজনৈতিক নেত্রী বৃন্দ, সুশীল সমাজ, সাংবাদিক ও ব্যবসায়ী সহ সকল সর্বস্তরের জনগণের উপস্থিতিতে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। উক্ত শপথ অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক জনাব মোঃ মোস্তাফিজুর । শপথ অনুষ্ঠানে তিনি কেশবপুর উপজেলার বন্যা দুর্গত মানুষের জন্য তাঁর পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদাণের আশ্বাস দিয়ে শপথ অনুষ্ঠান শেষ করেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।