আমাদের কথা খুঁজে নিন

   

শুঁটকা ভাইয়ের মোটকু সিস্টার !!!!

পাওয়ার থাকলে মানুষ আর মানুষ থাকেনা, অমানুষ হয়ে যায় । আচ্ছা তোর সাথে আমার সম্পর্ক টা কিসের ? এর আন্স্যার জানা আছে তোর ? আমি খুজতেছি কিন্তু এখনো পাইনি। আমার ছোট বোন জবা কে অনেক বেশি পছন্দ করি । এমন কি সুরভীর চাইতেও বেশি। অথচ সপ্তাহে একবারও জবা’র সাথে কথা হয় না ।

অথচ তুই??? ( কি হাঁসিতে ময়লা দাঁত বের করে ফেলছস নরমালি যে টা হয়, নেটে কারো সাথে পরিচয়ের পর ২/৪ দিন ধুমালে কথা হয়। তারপর ওপাশ থেকেও ইন্টারেস্ট কমে আসে আমার আগ্রহ টাও তাখন আর থাকেনা। কিন্তু তোর সাতে পরিচয়ের পর থেকে কথা হয়েই যাচ্ছেJ J Jওই দেখ মাথা চুলকানো শুরু করছে L এই কথা শুনে মাথা চুলকানোর কিছু নাইতো আমার একটা প্রবলেম কি শুনবি? মানুষকে খুব সহজে বিশ্বাস করি। বোকার মত মানুষকে বিশ্বাস করে কতবার যে প্রবলেমে পরেছিL কিন্তু এখনো বুদ্ধিমান হয়ে উঠতে পারলাম না এসএমএসে একবার বলছি আবারো বলতেছি । তোর প্রত্যেকটি কথা বিশ্বাস করি।

এভরি সিঙ্গেল ওয়ার্ড । কিন্তু তুই যদি আমার সাথে কোন অ্যাকটিং করোস তাহলে সত্যি...............( আরেকদিন তোর কথাটা আমার খুব খারাপ লাগছে রে... আচ্ছা আমার হাইট ...... নিয়ে তরে ফলস বলে আমার লাভ টা কি?????বল???? ৭ ফিট হলেও তোর ভাই, ৪ ফিট হলেও তো, তোরই ভাই না কি??? তুই খামাখা আমারে লায়ার বললি গতকাল রাতে মা’কে নিয়ে একটা লেখা লিখছি । কাচা হাতের লেখা। কিন্তু আবেগ শতভাগ ছিল। আমার ল্যাপটপ টা এক ফ্রেন্ড নিয়ে গেছে।

তাই ব্লগ বা ফেসবুকে দিতে পারি নাই । এই লেখাটাও আরাফাতের ল্যাপটপ দিয়ে লিখতাছি (এই দেখ আরাফাতের কথা শুনে ফর্সা মুখটা কেমন লাল হয়ে উঠছে মাঝে মাঝে নিজে নিজেই হেসে উঠি । তোরে বলছি আমার কোন অ্যাটিচিউডে তুই মন খারাপ করবিনা। অথচ তোর কোন অ্যাটিচিউডে যখন মেজাজ টা আমার খারাপ হয় । তখন না হেসে পারি না।

হঠাথ পরিচয়ে যাদের সাথে সম্পর্ক হয় তাদের সাথে ব্রেক আপ হয় মাক্সিমাম ক্ষেত্রে আমার কারনে । তাই তোরে বলছিলাম আমি যাই করি না কেন আমার উপর রাগ দেখাতে পারবিনা। কিন্তু তুই প্রমিজ রাখতে পারলি না তুই মাঝে মাঝে বলিস যে আমাকে বড্ড বিরক্ত করিস। । হা হা হা আমার তো মনে হয়... আমিই তোরে বিরক্ত করি।

তবে কিছু কিছু বিরক্তবোধ ও ভাল লাগার অনুভূতি সৃষ্টি করে তুই যা ইচ্ছা বলবি। এই রাইট তোরে দিছি কিন্তু তার মানে এই না যে, আমার রাগ দেখানোরও কোন রাইট নেই বুঝছস??? তোর ভাইয়ের অনেক কষ্ট আছে রে। হারানোর কষ্ট, না পাবার কষ্ট, স্বপ্ন ভঙ্গের কষ্ট। স্বপ্নভঙ্গের কষ্ট টা অনেক বেদনার হয়। এটা তো আমার চাইতে তুই ভাল করে বুঝার কথা যাই হোক আমার প্যাচাল বাদ।

তোর কথায় আসি প্রথম দিকের বিষয়টা আমাকে এখনো বেশ ভাবায়...তোরে রিমুভ করার কারনে তুই কান্না করলি কেন??? যদিও তুই এর আন্সার একবার দিছস...তারপরেও আমার বুঝে আসে না (আবার পার্সোনাল মানবধিকার লঙ্ঘনের দায়ে হাইকোর্টে মামলা ঠুকে দিস না। শেষে ভাইয়ের জন্য তোরই টাকা খরচ করতে হবে:p) তুই কালকে আস্ক করছিলি যে তোর লাইফে যে আসবে তারে তুই হ্যাপি করতে পারবি কি না??? তোর মত এতো সরল মেয়ে আমি দেখি নাই । ইনফিউচারে দেখব কি না সেই সম্ভাবনায় তোরে ছোট করতে চাইনা। তোর মধ্যে যে ভালবাসার বিশালতা আছে সে যদি তোরে বুঝতে পারে তাহলে তার মত হ্যাপি অ্যাজ এ হাসবেন্ড হিসাবে আর কেউ হবে না । জাকি স্যার তোরে গ্রহণ না করে কি যে হারালো তা সে বুঝেনাই।

বুঝেও খুব বেশি সুবিধা হবে না । কারন আমাদের সোসাইটি তে চলতে হয় অলিখিত কিছু ম্যানার, নর্মস, মেইন্টেইন করে । মাঝে মাঝে তোর কিছু এসএমএস পরে সত্যি সত্যি অনেক মজা পাই। এই যেমন ,(ভাইয়া কি কর?? আমি গল্প করি ) এই এসএমএস এর রিপ্লাই দিছিলাম শাকিরার বেলি ড্যান্স J সত্যি মনে মনে তখন বেলি ড্যান্স দিতেছিলাম। ইউনিভার্সিটিতে পরেও তোর চাইল্ডিস ভাব টা যে এখনো যায় নি এটা তারই প্রমানJ অবশ্য আমার মধ্যেও যে কিছু টা নেইJ তা কেমনে বলি আচ্ছা !!! ঈদে তুই শপিং করবি না??? তোর precious ভাইয়ার জন্য কি শপিং করবি ???? হায় হায় শপিং এর কথা বলছি বলে ঝাড়ু নিয়ে আসতাছোস ক্যান???? আমার যে বডিঃ( তোর মত মোটকুর ঝাড়ুর বারি খেলে আমি...... যাই এখন, সেহেরী খেতে হবে।

তোর হাতের রান্না একদিন টেস্ট করতে হবে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।