আমাদের কথা খুঁজে নিন

   

কৌতুন - ডাক্তার এবং বৃদ্ধা রোগী (নাম্বার - ২)

আমার সোনার বাংলা ডাক্তারের কাছে এক ৬০ বছরের বৃদ্ধালোক এসেছেন। ডাক্তারবাবু বললেন; কি হয়েছে আপনার ! বৃদ্ধালোক বললেন; কি হবে আর বয়স হয়ে গেছে না ! ডাক্তারবাবু বললেন; সমস্যা কি আপনার ! বৃদ্ধালোক বললেন; তার সমস্যার কথা ! ডাক্তারবাবু বললেন; এই নিন আপনার প্রেসক্রিপশান। ভালভাবে ৗষুদগুলো খাবেন ! বৃদ্ধালোক বললেন; ঠিক আছে ভালভাবে খাব। আচ্ছা ডাক্তারবাবু আমি ৯০ বছর বাঁচবো তো। ডাক্তারবাবু বললেন; আপনি সিগারেট খান ! বৃদ্ধালোক বললেন; না ! ডাক্তারবাবু বললেন; আপনি মদ খান; বৃদ্ধালোক বললেন; না ! ডাক্তারবাবু বললেন; আপনি জুয়া খেলেন ! বৃদ্ধালোক বললেন; না ! ডাক্তারবাবু বললেন; সেক্স, মানে নারী সংক্রান্ত ব্যপারে, বুঝছেন কি বলতে চেয়েছি ! বৃদ্ধালোক বললেন; না ডাক্তারবাবু, তাও না ! ডাক্তারবাবু বললেন; তাহলে আপনি বাঁচতে চাইছেন কেন ! বৃদ্ধালোক বললেন; তাহলে চলি ! ডাক্তার বললেন; বিজিট তো ৫০০ টাকা ! বৃদ্ধালোক বললেন; কেন! বিজিটতো ২৫০ টাকা! ডাক্তারবাবু বললেন; আমি ফ্রি চিকিৎসা দেই না, আপনার ডাক্তারী সাজেশনের জন্য ২৫০ টাকা আর আপনার ৯০ বছরের বাঁচার জন্য কথা বলছি সেখানে ২৫০ টাকা।

কথা বেশি বলার চেষ্ঠা করবেন না তাহলে বিল আরও হবে। যান ! যান ! যান বলছি। বৃদ্ধালোক মাথানিচু করে থইথই করে চলে গেল। আমার লেখা কৌতুক পূর্বে যারা পড়তে পারেন তারা আমার ব্লগে গিয়ে পড়ে নিবেন। সবাই ভাল থাকুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.