এ পৃথিবী ভালো তো বাসেনা...ভালোবাসতেও সে জানে না... আজ নাট মন্ডলে একটা পালা হবে, কমলা সুন্দরীর... বাসা থেকে ক্যাম্পাসে যাব কি করে ভাবতে ভাবতে বাসার সামনেই দেখা হয়ে গেল সুবীরের সঙ্গে। রিক্সা নিতে যেয়েও নিলাম না...রিক্সা নিলেতো সুবীর কে আমার রিক্সায় নিতে হবে তাই বললাম 'চল যাই' বলে হাঁটা দিলাম, সুবীর বার বার রিক্সা নেওয়ার জন্য তাগাদা দিচ্ছিল আমি গড়রাজি দেখে ও বলল আমি যেন রওনা দেই...রিক্সা ভাড়া করে উঠে চলে এলাম সুবীর কে না দেখার ভান করে। একটু পরই সুবীর ফোন দিল, বুঝলাম সে বেশ বিরক্ত। তাকে রিক্সায় নিলে তো আমি নিজে বিরক্ত হতাম... রিক্সায় আমার পাশে যে তাকে ছাড়া আর কাওকেই আমি ভাবতে পারি না। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রিক্সা ঢুকল, আমার পাশে তার থাকার কথা ছিলনা, সে নেই ও আমার পাশে...বড্ড বেশী নিঃসঙ্গ লাগছে, ক্যাম্পাসটাকে এতো বেশী বিষন্ন লাগেনি আর কখনও। লাইব্রেরীর সামনে যেয়ে প্রত্যেকটা বাইক ফলো করছিলাম যদি তাকে দেখা যায়, কোই সে নেই তো...তার তো আসার কথা ছিল না, তাকে আমি জানাইওনি তবে কেন আমার ভেতর তাকে দেখার এতো আকুলতা! নাট মন্ডলের পথ ধরে যখন হাঁটছিলাম কষ্ট আমার গলায় দলা পাকিয়ে উঠে আসছিল, ভেতরে ঢুকতে যেয়ে বাইরে বসে রইলাম কিছুক্ষণ...অবশেষে নিজেকে নিয়ন্ত্রণ করে ভেতরে ঢুকলাম। শো শেষ হলো । সবাই প্রচুর তালি দিচ্ছে, আমার হাত চলছে না। বাইরে বেরিয়ে এলাম...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।