আমাদের কথা খুঁজে নিন

   

পর্ণোগ্রাফি তৈরির অভিযোগ অধ্যক্ষ আটক ।

মেয়েদের চাকুরী দেয়ার প্রলোভন দেখিয়ে পর্ণোগ্রাফি তৈরী ও ব্ল্যাক মেইলের অভিযোগে রাজশাহীর বাগমারা মহিলা পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ মেহেদী হাসানকে (৩৬) গ্রেপ্তার করা হয়েছে। রোববার ভোর রাতে নগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকার তার ভাড়া বাসা থেকে র‌্যাব সদস্যরা তাকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে একটি পর্ণো সিডি ও কম্পিউটার উদ্ধার করা হয়। ওই সিডিতে তার পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্রীসহ ১৬টি মেয়ের পর্ণোগ্রাফি ১৬টি ক্লিপ রয়েছে। দুপুরে র‌্যাব-৫ এর সদর দপ্তরে অধ্যক্ষ মেহেদী হাসানকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।

র‌্যাব জানায়, গত ৩ বছর ধরে পর্ণোগ্রাফি তৈরী করে ব্ল্যাক মেইলিং করে আসছে বলে সে স্বীকার করেছে। চাকুরীর প্রলোভন দেখিয়ে সে মেয়েদের সঙ্গে প্রথমে দৈহিক সম্পর্ক গড়ে তোলে। পরবর্তিতে সে ওয়েব ক্যামের মাধ্যমে অশ্লীল ভিডিও চিত্র ধারণ করে সিডি তৈরী করে রাখে। এর পর তা বাজারে ছেড়ে দেয়ার নাম করে মোটা অংকের অর্থ হাতিয়ে নেয়। এরকম এক ভয়ংকর ঘটনার শিকার হয় চাঁপাইনবাবগঞ্জের সহোদর দুই বোন।

চাকরীর প্রলোভন দেখিয়ে দুই বোনের সঙ্গে দৈহিক সম্পর্ক গড়ে তোলে এবং দুই বোনের অশ্লীল ভিডিও চিত্র ধারণ করে তা সিডি করে। পরবর্তিতে সিডি বাজারে ছেড়ে দেয়ার নাম করে তাদের ব্ল্যাক মেইল করতে থাকে। তার ব্ল্যাক মেইলের কারণে এক বোনের সংসার ভেঙ্গে যায় এবং অন্য বোন বিদেশে পালিয়ে যায়। পরে ওই দুই বোনের পরিবারের সদস্যরা রাজশাহী র‌্যাবে লিখিত অভিযোগ দিলে তাকে গ্রেপ্তার করা হয়। মেহেদী হাসানের বাড়ি বাগমারা উপজেলার ভবানীগঞ্জ।

সে রুস্তম আলীর ছেলে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.